নির্বাচন প্রক্রিয়ায় একের পর এক মৃত্যু রাজ্যে। কখনও ভোটার, কখনও বিএলও। এরপরেও ঘুম ভাঙেনি নির্বাচন কমিশনের। এসআইআর প্রক্রিয়ায় যেভাবে হয়রানি সাধারণ ভোটার থেকে বিএলও-দের (BLO) তা নিয়ে নির্বাচন কমিশন দফতরে অভিযোগও জানিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। অথচ তারপরেও বিজেপির অভিযোগেই একমাত্র সক্রিয় কমিশন, তৃণমূলে নীরব। এবার সেই নীরবতা ভাঙাতে দিল্লিতে জাতীয় নির্বাচন (Central Election Commission) কমিশন দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। সেখানে তাঁরা তুলে ধরবেন আত্মহননে বাধ্য বিএলও রিঙ্কু তরফদারের সুইসাইড নোটও (suicide note), সোমবার ভার্চুয়াল বৈঠকে নির্দেশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
রাজ্যে তৃণমূল স্তর থেকে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রহরীর ভূমিকায় তৃণমূল সাংসদ থেকে মন্ত্রী-বিধায়কদের নামানো সামগ্রিক পরিকল্পনা সোমবারের ভার্চুয়াল বৈঠক থেকে করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তুলে ধরেন, এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজ্যের ৪৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে মাত্র এক মাসে। ৩২ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। ৬ জন এখনও হাসপাতালে ভর্তি। সেই সঙ্গে ৩ জন বিএলও (BLO) মারা গিয়েছেন। ৪ জন এখনও হাসপাতালে ভর্তি।
নির্বাচন কমিশনের নিযুক্ত করা বিএলও-দের প্রতিও দায়বদ্ধতা দেখাচ্ছে না কমিশনের আধিকারিকরা। সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ তুলেই অভিষেকের প্রশ্ন, বিএলও-দের রাজ্য নিয়োগ করেনি। তাঁরা রাজ্যের হয়ে কাজ করছেন না। তাঁদের নির্বাচন কমিশন নিয়োগ করেছে। তাঁরা আপনাদের লোক।
এই মৃতদের পরিবারের বক্তব্য তুলে ধরেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল শনিবার দেখা করে। কিন্তু তারপরে দুদিন কেটে গেলেও তৃণমূলের প্রতিনিধি দলের আনা প্রস্তাবে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি কমিশনকে। সেখানেই অভিষেক দাবি করেন, যে প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তাঁদের অনুরোধ করবে তাঁরা জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) প্রশ্ন করবেন, তিনি কী শুধু বিজেপির নির্বাচন কমিশনার। বিজেপি অভিযোগ করলেই তাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অথচ তৃণমূলের অভিযোগে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি তো দেশের মুখ্য নির্বাচন কমিশনার।
তৃণমূলের ১০ জনের প্রতিনিধিদল খুব তাড়াতাড়িই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন। সেই প্রতিনিধি দলে থাকবেন, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও সাকেত গোখলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে যেতে না পারলে ৯ প্রতিনিধি যাবেন, নির্দেশ অভিষেকের।
আরও পড়ুন : নির্বাচনের আগে যুদ্ধকালীন প্রস্তুতি: নেতৃত্বকে ১০০ শতাংশ ফর্ম জমার টার্গেট দিলেন অভিষেক
সেই প্রতিনিধিদলকে অভিষেকের অনুরোধ, তাঁরা যেন যে সব পরিবার তাঁদের সদস্যদের হারিয়েছেন এসআইআর আতঙ্কে, তাঁদের ভিডিও নিয়ে যান। সেই সঙ্গে বিএলও রিঙ্কু তরফদারের সুইসাইড নোট নিয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি। পাশাপাশি গত একমাসে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের তরফে যত অভিযোগ দায়ের হয়েছে, সেইসব অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে তুলে ধরার নির্দেশ দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
–
–
–