নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে মাত্রাতিরিক্ত কাজের চাপে জেরবার বিএলওরা (BLO) সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান। কেটে গেছে ২৪ ঘণ্টা, এখনও সিইও (CEO) দফতরে ধর্নায় বিএলওদের একাংশ। তাঁরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে অতিরিক্ত সিইও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাতেও সমস্যা মেটেনি। পুলিশ তাঁদের উঠে যেতে অনুরোধ করলেও রাত পেরিয়ে সকাল পর্যন্ত একইভাবে অবস্থান বিক্ষোভে অনড় বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ১৩ জন। দুপুরেও ছবিটা বদলাইনি।কিছুক্ষণ আগে পুলিশ সিইও অফিসে ঢুকেছে বলে জানা গেছে। যতক্ষণ না CEO দেখা করছেন ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বুথ লেভেল অফিসারদের একাংশ।

–

–

–

–

–

–

–

–

–

