পাহাড়ে ঘোরার স্বপ্নপূরণ নিমেষে পরিণত হল দুঃস্বপ্নে। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল যাদবপুরের (Jadavpur resident) মহিলার। জানা গিয়েছে মৃতের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (Anindita Gangopadhyay), বয়স ৭২। পরিবারের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অনিন্দিতা বিয়ে না করায় তিনি বোনের পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময়ে বেড়াতে যেতেন বলে পরিবার সূত্রে খবর। এবারও পাহাড়ে যান বোনের পরিবারের সঙ্গে। গত ২১ নভেম্বর দার্জিলিংয়ে পৌঁছে দু’দিন সেখানে ঘোরেন। এরপর দু’দিন লেপচাজগতে কাটানোর পরে শনিবার টুমলিংয়ে যান তারা। রবিবার সকলেই সান্দাকফু যান। কিন্তু সোমবার সকাল থেকে তাঁর শরীর খারাপ লাগা শুরু হয়। দেরি না করে তাঁকে সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ সুখিয়াপোখরি থেকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। আজ, মঙ্গলবার ময়নাতদন্তের পরে দেহ কলকাতায় নিয়ে আসা হবে।
–
–
–
–
–
–
–
–
–