Wednesday, November 26, 2025

হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

Date:

ভয়াবহ ঘটনা হংকংয়ের হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে আটকে রয়েছেন তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বুধবার দমকল বিভাগ জানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। বাকি চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এছাড়াও অন্তত ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার পর আবাসন থেকে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াং ফুক কোর্টে আগুন নেভানোর চেষ্টায় ৭০০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এস্টেটের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায় এবং পরে ভবনের অন্যান্য অংশেও আগুন ধরে যায়। ওই আবাসন কমপ্লেক্সে আটটি ব্লক আছে। যেখানে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট এবং প্রায় ৪,৮০০ জন লোক বসবাস করেন। বিল্ডিংগুলি ভীষণ কাছাকাছি থাকায় আগুন লাগার পর সেটা একটার পর একটাতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিও ভাইরাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আগুন জ্বলতে এবং ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলকর্মীরা আগুনে জল দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঠিক কীভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছুই জানাতে পারে নি দমকল বাহিনী।

আরও পড়ুন – ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ! আর কী কথা হল দুজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...

ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ! আর কী কথা হল দুজনের

কুণাল ঘোষের (Kunal Ghosh) খবর নিতে ফোন করলেন তৃণমূল (TMC) থেকে সাসপেন্ডেড তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

গম্ভীরের আমলে লজ্জার রেকর্ড, ভারতের হারের রোগ ধরলেন সৌরভ

টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় রানে হার,৬৬ বছরে প্রথমবার ৭টা টেস্টের ৫টাতেই হার, ৩০ বছরে ঘরের মাঠে প্রথমবার...

কৃষি-হস্তশিল্পে নয়া দিগন্ত! উত্তরবঙ্গে গড়ে উঠছে রফতানি হাব 

বৈদেশিক বাণিজ্যে উৎসাহ বাড়াতে রাজ্য সরকার শীঘ্রই চারটি রফতানি হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে তৈরি...
Exit mobile version