Wednesday, November 26, 2025

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

Date:

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায় ভারতকে চুনকাম(whitewashed) করে দিয়ে টেস্ট সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। গৌতম গম্ভীরে(Gautam Gambhir) আমলে আবারও রক্তাত্ব ভারতীয় টেস্ট ক্রিকেট।

কলকাতার পর গুয়াহাটি টেস্টেও লজ্জার হার ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানে হারল টিম ইন্ডিয়া। ১৪০ রানেই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ভারতের (India vs South Africa)। ২-০ ফলে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা। সেই সঙ্গে ঘরের মাঠে হোয়াইটওয়াশের (whitewashed) কলঙ্কের কালি লাগল ভারতের।

লড়াই কঠিন ছিল। কিন্ত ভারতীয় দল যে ঘরের মাঠে এভাভে অসহায় আত্মসমর্পণ করবে তা ছিল কল্পনার অতীত।  বুধবার সকাল থেকেই ভারতীয় ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন সাইমন হারবারের সামনে।সাই সুদর্শন ১৪ রানে আউট হলেন, পন্থের কথা যত কম লেখা যায় ততই ভালো। ১৩ রান করে আউট হলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। একমাত্র ৫৪ রান করে কিছুটা লড়লেন জাদেজা। রেড্ডি ০, সুন্দর ১৬ রানে ফিরলেন। ছয় উইকেট নিলেন হারমার।

ভারতের হারের ময়নাতদন্তে উঠে আসছে একাধি কারণ, টস ফ্যাক্টর বাদই দেওয়া হল। বাকি দল নির্বাচন থেকে বোলিং পরিবর্তন, সবেতেই ডাহা ফেল গম্ভীরের ভারত।পন্থের ফিল্ডিং সাজানো তো ভুলে ভরা। কাকে কখন বোলিংয়ে আনতে হবে, সেটাও ঠিক মতো করতে পারলেন না।

যে দলের হাতে গোটা দিনের জন্য আট উইকেট থাকে, তারা যদি প্রথম সেশনেই তিন উইকেট হারায় তা হলে ম্যাচ বাঁচানো অলীক কল্পনা মাত্র! কুলদীপ যাদবকে হিসাবের বাইরে রাখাই ভাল। তিনি মঙ্গলবার নৈশপ্রহরী হিসাবে নেমেছিলেন।

গত বছর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ফলে হার, এবার ২-০ লাল বলের গম্ভীরের জমানার লজ্জার হয়েই থেকে যাবে ভারতীয় ক্রিকেটের জন্য।

Related articles

সংবিধান মানব, বিজেপির গাইডলাইন নয়: সংবিধান হাতে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মমতা

সংবিধান মেনে চলব। বিজেপির গাইডলাইনে নয়, পরিষ্কার করে বলে গেলাম। বুধবার, সংবিধান দিবসে (Constitution Day) বাবা সাহেব আম্বেদকরের...

‘প্লে-বয়’ পলাশ! স্মৃতির স্টাইলেই প্রাক্তন প্রেমিকাকে প্রপোজের ছবি ভাইরাল বলিউড সুরকারের

পলাশ মুচ্ছল (Palash Muchhal) কি শুধু গার্লফ্রেন্ডদের 'চিট' করতেই সিদ্ধহস্ত নাকি আরও কিছু করেন তিনি, এ প্রশ্নই এখন...

উত্তরপ্রদেশের লখিমপুরে দুর্ঘটনা, নদীতে গাড়ি পড়ে মৃত ৫

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নদীতে গাড়ি পড়ে পাঁচ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাত সাড়ে ১২ নাগাদ পাধুয়া...

গায়ের উপর বাস্কেটবল পোল ভেঙে কোর্টেই মৃত্যু খেলোয়াড়ের

ফের একবার প্রশ্নের মুখে খেলোয়াড়দের জীবন! খেলতে গিয়ে পেশাদার খেলোয়াড়রা অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। এবার হরিয়ানায় ১৬ বছরের...
Exit mobile version