মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন কোচ হলেন সার্জিও লোবেরা( Sergio Lobera)।বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হয়েছে ।সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পরই মোলিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বুধবার হল সরকারি ঘোষণা।
মোলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট দশেকের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার( Sergio Lobera) নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশাল মিডিয়ায়। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি।
আগামী ৩০ নভেম্বর থেকে অনুশীলন শুরু করাবেন নতুন মোহনবাগান কোচ। শুধু কোচই নই সঙ্গে বিদেশিও বদল হতে পারে মোহনবাগানে। লোবেরার আমলে এক বিদেশিকে ছাঁটাই করতে পারে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে লোবেরার পছন্দের এক বিদেশি আসতে পারেন।
চুক্তিতে সই করার পর লোবেরা এমবিএসজি মিডিয়া টিমকে নতুন কোচ বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’
–
–
–
–