সরকার পোষিত মাল্টিপারপাস স্কুল, টাকি হাউস (বয়েজ)- এর মুকুটে নয়া পালক। এবার এডুকানেক্টইনের (EduConnectIn) তরফে আয়োজিত সেরা স্কুলের প্রতিযোগিতায় (Best School Awards) কলকাতা তথা রাজ্যের নাম উজ্জ্বল করে পুরস্কার জিতল এই স্কুল। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলা প্রতিযোগিতায় কয়েক হাজার স্কুল অংশ নিয়েছিল। স্কুলের টেকনিক্যাল এক্সিলেন্স এবং অভিভাবকদের ফিডব্যাকের উপরই ভিত্তি করেই প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয়েছে। উচ্ছ্বসিত টাকি হাউস (বয়েজ)- এর (Government sponsored multipurpose school gsms for boys taki house) স্কুল কমিটি থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এমনকি প্রাক্তনীরাও।


পড়াশুনা থেকে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক উপস্থাপনা থেকে সৃজনশীলতা সবেতেই শহর তথা রাজ্যের বুকে নিজের নাম উজ্জ্বল করেছে সরকার পোষিত মাল্টিপারপাস স্কুল, টাকি হাউস (বয়েজ)। এবার মহানগরীর ৫ হাজার ৬৭৮টি স্কুলের মধ্যে অভিভাবকদের পছন্দের তালিকায় এক নম্বর হয়ে সেরার পুরস্কার জিতে নিল এই স্কুল।

–

–

–

–

–

–

–

–


