বিধানসভায় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের মূর্তি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। বুধবার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যের সরকার আইনের শাসন মানে না বলেই সংবিধান রচয়িতার মূর্তি রাখার নৈতিক অধিকারও তাদের নেই।
বিজেপি বিধায়কের কথায়, “তৃণমূল সরকার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকী সংবিধানও মানে না। তাই এই রাজ্যে আম্বেদকরের মূর্তি রাখা অর্থহীন। আইন না মানা সরকারের সংবিধান প্রণেতাকে সম্মান দেখানো কথার কথা মাত্র।” তাঁর এই মন্তব্যেই স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়।
আরও পড়ুন – কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?
_
_
_
_
_
_
_
_
_