Thursday, November 27, 2025

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

Date:

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )। ময়দান নয় এবার মহিলাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )হচ্ছে বেলেঘাটা বালক বৃন্দের মাঠে।টুর্নামেন্টে মোট আটটি টিম খেলবে নকআউট পর্বে।    ব্যস্ত সুচির মধ্যে খনিকের জন্য এলেন মেয়র তথা রাজ্য ভলিবলের সভাপতি ফিরহাদ হাকিম(Firhad Hakim )। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি।

প্রাথমিকভাবে এই চ্যাম্পিয়নশিপ ঘিরে উতসাহ কম থাকলেও পরে তা বাড়বে বলেই মনে করছে রাজ্য ভলিবল সংস্থা। সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রথীন রায় চৌধুরী বলেন, ময়দানে খেলা হলে অনেক মানুষ আসেন তা দেখতে। কিন্তু এখানে আয়োজকরা কতটা প্ৰচার করেছেন সেটা বোঝা যাচ্ছে না , আগামী দিনে খেলা দেখতে মানুষ আসবেন।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। কিন্ত রথীন আছেন নিজের যুক্তিতেই অনড়। তাঁর কথায়, আমাদের এখানে বিরোধী বলে কেউ নেই কয়েক গুটি কত কয়েকজন হইহোল্ডার করার চেষ্টা করছেন তাদের কখনো জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলেননি বিরোধীরা খালি ভোট চাইছে কিন্তু নিয়ম মেনেই ২০১০ এর ভোট হয়েছে। চার বছর পর আবার ভোট হবে।

জেলা সংস্থাগুলিকে যে অনুদান দেওয়া হয় তার কোন হিসেব নেওয়া হয় না, এই বিষয়ে রাজ্য ভলিবল সংস্থা আগেই জানিয়েছিল তারা এবার থেকে হিসেব নেবেন। তবে রথীনের কথায়,  বছরে পনেরো হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা চারটে বল কিনতেই শেষ হয়ে যায়। জেলা সংস্থার অনেকেই এইসব বিষয়ে বোঝেন না। তাই তাদের থেকে হিসেব কীভাবে নেওয়া হবে তবু এই বিষয়ে একটা সার্কুলার পাঠানো হবে। তবে বিরোধীদের যে সাংবিধান দেখাতে তিনি তৈরি সেটা জানিয়ে রাখলেন।

Related articles

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’: ভারতীয় ঐতিহ্যের উদযাপন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব'। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম...

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা...

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...
Exit mobile version