Friday, November 28, 2025

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

Date:

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর (Gangasagar Mela)। তবে শুধু দেশ নয়, বিদেশের ভক্ত সমাগমও এবছর অনেকটাই বেশি হবে গঙ্গাসাগরে, অনুমান রাজ্য প্রশাসনের। কেন্দ্রের সরকারের সম্পূর্ণ সাহায্য ব্যতীত সেই মেলাকে বিশ্বমানের করে তুলতে এখন থেকেই তাই বদ্ধপরিকর রাজ্য প্রশাসন (West Bengal Government)।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘিরে নবান্নে (Nabanna) গুরুত্বপূর্ণ বৈঠক হল বৃহস্পতিবার। মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মেলা শুরুর অন্তত এক মাস আগে সম্পূর্ণ ড্রেজিং (dredging) প্রক্রিয়া শেষ করতে হবে। প্রশাসনকে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, পঞ্চায়েত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে খবর, প্রতিবারের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেলার প্রাক-প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন। তার আগে সব কাজ সম্পূর্ণ রাখতে বলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন : IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

বৈঠকে মুখ্যসচিবের নির্দেশ:
পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর।
অস্থায়ী থাকার জায়গা গড়ে তোলার আগে নিশ্চিত করতে হবে অগ্নিনিরোধক ব্যবস্থা।
থাকবে ওয়াটার অ্যাম্বুল্যান্স।
পাশাপাশি থাকবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
চিকিৎসা পরিষেবায় ঘাটতি এড়াতে নিকটবর্তী হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা রাখতে হবে এবং মেলা এলাকায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বসাতে হবে।
লট এইট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে হবে।
কপিল মুনির আশ্রমমুখী ভিড় সামলাতে পর্যাপ্ত বাস পরিষেবা রাখা হবে।

Related articles

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...
Exit mobile version