Thursday, December 18, 2025

বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

Date:

Share post:

বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল ৬৯তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ বছর বালক ও বালিকা বিভাগের এই প্রতিযোগিতায় সারা রাজ্যের ২৩টি জেলা দল অংশ নেয়। উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদের কার্যনির্বাহী সহ-সভাপতি মানস পাল জানান, বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন।

বালিকা আটিস্টিক সিঙ্গেল যোগাসন বিভাগে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলার ঐশানি বেরা। বালক আটিস্টিক সিঙ্গেল বিভাগে প্রথম হয় পূর্ব মেদিনীপুরের প্রিয়তোষ কুইতি। আটিস্টিক পেয়ার যোগাসনে বালক বিভাগে প্রথম স্থান দখল করেন কৌশাণ মণ্ডল ও প্রিয়তোষ কুইতি—উভয়েই পূর্ব মেদিনীপুরের। বালিকা আর্টিস্টিক পেয়ার বিভাগে প্রথম হয়েছে নদিয়ার পূরবী সাহা ও সোনাক্ষী বিজলি। বালিকা রিদমিক যোগাসনে শীর্ষস্থান দখল করেছে হুগলির শালিনী দে ও শ্রেয়া মালো। বালক রিদমিক পেয়ার বিভাগেও প্রথম স্থান পূর্ব মেদিনীপুর, প্রিয়তোষ কুইতি এবং কৌশাণ মণ্ডলের জুটিতে।

ট্রেডিশনাল সিঙ্গেল বিভাগে বালক শ্রেণিতে প্রথম হয়েছে পুরুলিয়ার সমৃদ্ধ মুখার্জী। একই বিভাগে বালিকা শ্রেণিতে প্রথম স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুরের ঐশানি বেরা। প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন ৬৯তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায়। প্রতিযোগিতার আগে শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পৃষ্ঠপোষকতায় আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর কলকাতায় অনুষ্ঠিত হবে ৬৯তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। পাশাপাশি জাতীয় বিদ্যালয় জিমন্যাস্টিক্স এবং বিচ ভলিবল প্রতিযোগিতাও এবার পশ্চিমবঙ্গেই আয়োজিত হবে।

আরও পড়ুন- বারাসত হাসপাতালে ‘চোখ চুরি’ নয়, খুবলেছে ইঁদুর! স্পষ্ট করল মেডিক্যাল কলেজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...