Friday, January 9, 2026

বারাসত হাসপাতালে ‘চোখ চুরি’ নয়, খুবলেছে ইঁদুর! স্পষ্ট করল মেডিক্যাল কলেজ

Date:

Share post:

বারাসত সরকারি হাসপাতালের পুলিশ মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি হয়নি—এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, পথ দুর্ঘটনায় প্রাণ হারানো প্রীতম ঘোষের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের পরে তিন সদস্যের বিশেষজ্ঞ দলের প্রাথমিক রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে—ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনও প্রাণী মৃতের বাম চোখের অংশ খুবলে নিয়েছে। কেননা চোখের কোটরের মধ্যে চোখের আংশিক অংশই পাওয়া গিয়েছে। তাই অপারেশন করে চোখ তুলে নেওয়া বা ‘চোখ চুরি’র অভিযোগ ভিত্তিহীন।

ডাঃ সাহা জানান, রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। সরকারি পরিকাঠামোর মর্গে নিয়মিত পেস্ট কন্ট্রোল করা হয় এবং সেই কাজ এজেন্সির মাধ্যমেই সম্পন্ন হয়। মর্গ সক্রিয় থাকলে সাধারণত এই ধরনের প্রাণী প্রবেশ করে না। তবে রাতের দিকে দেহ ঢোকানোর সময় কোনওভাবে প্রাণী ঢুকে পড়ে থাকতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার থেকে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নতুন অত্যাধুনিক মর্গ চালু হয়েছে। এখানে রয়েছে ৬টি কুলিং চেম্বার, যেখানে ৬টি দেহ সংরক্ষণ করা যাবে। এর ফলে পুরনো মর্গের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হবে। আগের মর্গটি বহু বছর আগে নির্মিত হওয়ায় পরিকাঠামোগত সমস্যা ছিল। বারাসত হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হওয়ার পরে নতুন, আধুনিক মর্গ তৈরির প্রস্তাব দেওয়া হয়। সেই কাজ শেষ হওয়াতেই বুধবার থেকে এটি চালু হয়েছে বলে জানান এমএসভিপি।

আরও পড়ুন- বন্ধ কমিশনের অ্যাপ, তবুও চাপ BLO-দের! কাজ চলাকালীন হাসপাতালে আরও এক BLO

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...