Friday, January 30, 2026

বারাসত হাসপাতালে ‘চোখ চুরি’ নয়, খুবলেছে ইঁদুর! স্পষ্ট করল মেডিক্যাল কলেজ

Date:

Share post:

বারাসত সরকারি হাসপাতালের পুলিশ মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি হয়নি—এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, পথ দুর্ঘটনায় প্রাণ হারানো প্রীতম ঘোষের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের পরে তিন সদস্যের বিশেষজ্ঞ দলের প্রাথমিক রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে—ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনও প্রাণী মৃতের বাম চোখের অংশ খুবলে নিয়েছে। কেননা চোখের কোটরের মধ্যে চোখের আংশিক অংশই পাওয়া গিয়েছে। তাই অপারেশন করে চোখ তুলে নেওয়া বা ‘চোখ চুরি’র অভিযোগ ভিত্তিহীন।

ডাঃ সাহা জানান, রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। সরকারি পরিকাঠামোর মর্গে নিয়মিত পেস্ট কন্ট্রোল করা হয় এবং সেই কাজ এজেন্সির মাধ্যমেই সম্পন্ন হয়। মর্গ সক্রিয় থাকলে সাধারণত এই ধরনের প্রাণী প্রবেশ করে না। তবে রাতের দিকে দেহ ঢোকানোর সময় কোনওভাবে প্রাণী ঢুকে পড়ে থাকতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার থেকে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নতুন অত্যাধুনিক মর্গ চালু হয়েছে। এখানে রয়েছে ৬টি কুলিং চেম্বার, যেখানে ৬টি দেহ সংরক্ষণ করা যাবে। এর ফলে পুরনো মর্গের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হবে। আগের মর্গটি বহু বছর আগে নির্মিত হওয়ায় পরিকাঠামোগত সমস্যা ছিল। বারাসত হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হওয়ার পরে নতুন, আধুনিক মর্গ তৈরির প্রস্তাব দেওয়া হয়। সেই কাজ শেষ হওয়াতেই বুধবার থেকে এটি চালু হয়েছে বলে জানান এমএসভিপি।

আরও পড়ুন- বন্ধ কমিশনের অ্যাপ, তবুও চাপ BLO-দের! কাজ চলাকালীন হাসপাতালে আরও এক BLO

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...