Thursday, November 27, 2025

কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

Date:

Share post:

মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের রাজনগর মডেল মাদ্রাসায় ভুট্টাখেতে ট্র্যাক্টর চালানোকে কেন্দ্র করে ডাকা সালিশি বৈঠক শেষ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গঙ্গা নদীর চর এলাকায় একটি ট্র্যাক্টর ভুট্টা নষ্ট করে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সেই পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশি সভা বসে।

কিন্তু বৈঠক শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তর্ক-বিতর্ক ভয়াবহ আকার নেয়। লাঠি, ঘুষি চালিয়ে পরস্পরের উপর চড়াও হয় দুই পক্ষ। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটোছুটি শুরু করে আশপাশের মানুষ। সংঘর্ষে মোট ছ’জন আহত হন।

আহতদের দ্রুত কালিয়াচক হাসপাতালে নিয়ে যাওয়া হলে একরামুল সেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত বাদশা সেখকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকিদের সিলামপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

গত এক সপ্তাহ ধরে জমি-বিবাদ থেকে দুষ্কৃতী হামলা—এমন সাতটি ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে কালিয়াচকের বিভিন্ন এলাকায়। বারবার ঘটতে থাকা এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন – শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম...

IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

দ্বিতীয় দিন অব্যাহত রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার ওসি–আইসি স্তরের বদলির পর বৃহস্পতিবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে...

বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল ৬৯তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ বছর...