সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করা বিরোধীরা এবার এসএসসির নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষাও বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এসএসসি (School service commission) যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষা নিয়েছে সেরকম ঘটনা দেশে আর কোথাও ঘটেনি। প্রশ্নপত্রের কার্বন কপি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আর অন্য কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পাশাপাশি আজই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি (SSC) বলেও জানিয়েছেন তিনি।

আদালতের ডেডলাইন মেনে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এরপরই নতুন করে একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট (supreme Court) সব মামলাই পাঠিয়ে দিয়েছে কলকাতা আদালতে। কিন্তু বুধবার নিয়োগ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নিয়ে নানা মন্তব্য ঘোরাফেরা করছে। ব্রাত্য জানান, একটা বিতর্কে একাধিক পর্যবেক্ষণ হতে পারে কিন্তু রায় সেরকম কোনো উল্লেখ নেই। তিনি বলেন বিচারক বা কোর্ট আলাদা হলে আইন বদলে যেতে পারে না। দীর্ঘদিন ধরে চাকরি রেখেছেন বিরোধীরা, আবার নতুন নিয়োগ করতে গেলে সেখানেও সমস্যা পাকাচ্ছেন তাঁরা। শিক্ষামন্ত্রী এদিন সাফ জানান, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে নিয়ম মেনে এই শিক্ষক নিয়োগ তৃণমূলকে বাড়তি সুবিধা দিতে পারে মনে করে প্রতিনিয়ত নিয়োগ বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘অযোগ্য’দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই তা প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে নতুন প্রার্থীদের এসএসসি পরীক্ষায় বসার বিষয়টিও। সে প্রসঙ্গে এ দিন ব্রাত্য বলেন, “আদালত তার পর্যবেক্ষণের কথা জানিয়েছে, কোনও রায় দেননি বিচারপতি। কী ভাবে কী হবে তা SSC-র উপর ছেড়ে দিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আজই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি।” এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন ব্রাত্য।


–

–

–

–

–

–

–

–

