মারণরোগ ক্যান্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্রাবণী বণিক (Shraboni Banik)। অভিনেত্রী হলেও, এই চিকিৎসার জন্য আর্থিক পরিস্থিতি তাঁর নেই। ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করার জন্য এই মুহূর্তে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। উপায় না দেখেই স্যোশাল মিডিয়াতে সাহায্য চাইল অভিনেত্রীর পরিবার। এদিন অভিনেত্রীর ছেলে লিখেছেন মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই এই অবস্থায় সকলের সাহায্য প্রয়োজন।
ছোট পর্দা হোক বা বড় পর্দা শ্রাবণীর (Shraboni Banik) ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি অসাধারণ কাজ। বহু ধারাবাহিকে দারুণ অভিনয় করে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন শ্রাবণী। লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ ধারাবাহিকে তাঁর অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। সেই তিনিই এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন। অভিনেত্রী ছেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সেটাতে লেখা রয়েছে, “সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ছেলের আবেদন শ্রাবণী মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ৷ আপনাদের সাহায্য চাই ৷”
আরও খবর: ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু
এছাড়াও ক্রাউড ফান্ডিং এর প্রসঙ্গ তুলে অভিনেত্রীর ছেলে লিখেছেন, “আমি আমার মা অভিনেত্রী শ্রাবণী বনিকের জন্য আর্থিক তহবিল সংগ্রহ করছি ৷ আমার মা ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে ৷ কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লক্ষ টাকা প্রয়োজন। যেহেতু চিকিৎসায় প্রয়োজনীয় পরিমাণ বিপুল তাই এই সংকটের সময় চিকিৎসায় দান এবং সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ! অনুগ্রহ করে ডোনেশন বটনে ক্লিক করে এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এই পেজ শেয়ার করবেন ৷”
–
–
–
–
–
–
–