রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে ভায়োলেন, মিডনাইট ব্লু টাক্সিডোতে নায়িকার পরনে দুধসাদা লেহেঙ্গা, পাশে হাসিমুখে পোজ দিচ্ছেন পেশায় ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট বর সুজিত বসু (Sujit Basu)। ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একরাশ খুশি ধরা দিল অভিনেত্রীর চোখে মুখে।


ভালবাসার বয়স মাত্র পাঁচ মাস, কিন্তু প্রেমের গভীরতা সুদূরপ্রসারী। সাত পাকে বাঁধা পড়ার ভাবনাচিন্তার মাঝেই হবু বরের সঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছিলেন তনুশ্রী। রাতারাতি মার্কিন মুলুকে বিয়ের আয়োজন সেরে ফেলেন সুজিত। তনুশ্রীর কথায়, “পুরোটা স্বপ্নের মতো লাগছে।” বাঙালি রীতি মেনে নায়িকার মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর, ভিডিয়ো কলে দেখতে দেখতে চোখে জল তনুশ্রীর মায়ের। সিনেমার মতো বিয়ের পর এবারের পরিকল্পনা কী? অভিনেত্রী জানিয়েছেন, ফ্লোরিডায় তাঁরা কয়েকটা দিন কাটাবেন। তার পর ঠিক করবেন, ভারতে কবে ফিরবেন। তবে আশ্বস্ত করেছেন যে কলকাতায় বন্ধুবান্ধব, আত্মীয়, ইন্ডাস্ট্রির সতীর্থদের নিয়ে রিসেপশন পার্টি হবে। শুভেচ্ছার বন্যা নেটপাড়ায়।


–

–

–

–

–

–

–

–

