Saturday, January 31, 2026

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

Date:

Share post:

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে ক্ষমতায় এসে মমত বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের জন্য চালু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা পেরলো ১ লক্ষ। এই খবরে দারুণ খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banarjee)। উছ্বসিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

এক্স হ্যন্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banarjee)জানিয়েছেন,”আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে উপকৃতদের সংখ্যা ১ লক্ষ পেরোল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার। আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক অসঙ্গতি অন্তরায় না হয়।”

ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,”পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিলো বাংলার প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে শুধুমাত্র ভৌগলিক দূরত্ব বা অর্থনৈতিক কৃচ্ছ্রতার কারণে উচ্চশিক্ষার সুবিধে থেকে বঞ্চিত না হয়। ভৌগলিক অসাম্য ঘোচানোর লক্ষ্যে ২০১১ থেকে সারা বাংলা জুড়ে সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ই স্থাপিত হয়েছে ১৯টি এবং সম্পূর্ণ সরকারি কলেজ স্থাপিত হয়েছে ৩৩ টি! অর্থনৈতিক অসুবিধে দূর করতে তিনি চালু করেছেন শিক্ষার্থীদের স্বপ্নের প্রকল্প ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম’ – যাতে স্বদেশে এবং এমনকি বিদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও পড়ার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ৪% সরল সুদে ঋণ পেতে পারে ছাত্রছাত্রীরা। আজ আপনাদের জানাতে পেরে ভালো লাগছে, এই প্রকল্পে ১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মোট ৩,৭৯৪ কোটি ৭৮ লক্ষ টাকা ঋণ পেয়ে দেশে বিদেশে নির্বিঘ্নে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন!”

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...