Thursday, January 29, 2026

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

Date:

Share post:

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি মেনে শুক্রবার এগারোটা নাগাদ তৃণমূল (TMC) সাংসদের প্রতিনিধি দল যায় দিল্লির নির্বাচন কমিশন অফিসে। প্রায় দু’ঘণ্টা বৈঠক হয় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে (Abhishek Bandyopadhyay) তোলা পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দিল্লির (Delhi) বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন তিনি। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের দফতরে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।

দু’ঘণ্টা নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয় তৃণমূলের প্রতিনিধি দলের সেখানে কথা বলেন শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা চল্লিশ মিনিট কথা বলার পরে। প্রায় এক ঘণ্টা কথা বলেন জ্ঞানেশ কুমার। তাঁদের কথা বলার সময় যেমন মুখ্য নির্বাচন কমিশনার বাধা দেননি, একইভাবে তাঁর কথা বলার সময়ও কোন পাল্টা প্রশ্ন করেনি তৃণমূল প্রতিনিধি দল। কিন্তু যে পাঁচ প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তার কোনও জবাব দিতে পারেনি জ্ঞানেশ কুমার।

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী জানান, যে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল সেগুলির মধ্যে প্রথম হল, এই SIR প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের রুখতে? সেটাই যদি হয়, তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? কেন মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যে SIR হচ্ছে না? বলা হচ্ছে অবৈধ ভোটার বাছতে SIR, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদি সরকারের বৈধতা কী? শতাব্দীদের অভিযোগ, “SIR-এর ফলে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর দায় কি কমিশন নেবে? তাঁদের পরিবারের জন্য কী ব্যবস্থা নিচ্ছে কমিশন? এতদিন SIR নিয়ে তৃণমূল যা যা অভিযোগ করেছে, সেটার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”

ডেরেক ও ব্রায়েনের দাবি, নির্বাচন কমিশনের তরফে তাঁদের কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেনি। প্রায় ৪০ মিনিট ধরে নানারকম ‘গল্প’ শুনিয়েছে কমিশন। কিন্তু তৃণমূলের প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি ।

spot_img

Related articles

SIR শুনানিতে ডাক মেহতাবকে, কমিশনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার

SIR শুনানিতে ডাক মেহতাব হোসেনকে(Mehtab Hossain)। মায়ের নামের বিষয়ে ত্রুটি থাকায় প্রাক্তন ভারতীয় ফুটবলারকে তলব কমিশনের। আগামী ১...

দেব-প্রসেনজিতের ঠান্ডা লড়াই, নীরবতা ভাঙলেন জিৎ! সাক্ষী স্ক্রিনিং কমিটির বৈঠক

মুখোমুখি দেব-জিৎ। সঙ্গে প্রসেনজিৎ টলিউড (Tollywood) শেষ কবে দেখেছিল মনে করা কঠিন। বুধবার ইমপার (Eastern India Motion Pictures...

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীরের বিরুদ্ধে! দায়ের এফআইআর

আবারও আইনি জটিলতায় রণবীর সিং (Ranveer Singh)। IFFI ২০২৫-র মতো আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘কান্তারা’ নিয়ে বেফাঁস...

মার্কিন ডলারের চাপে সর্বকালীন পতন ভারতীয় মুদ্রার!

দাম কমছে ভারতীয় টাকার (Indian rupee)। বৃহস্পতিবার সকালে বড়সড় ধাক্কা। মার্কিন ডলারের (US dollar) তুলনায় এদিন সর্বকালীন রেকর্ড...