ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ৫০ শতাংশ শুল্ক (tariff) লাগু হওয়ার কীভাবে ভারতের বিভিন্ন শিল্পের অর্থনীতি ধুকছে, তার প্রমাণ মিলেছে টাকার দামের অক্টোবরে অস্বাভাবিক পতনে। ভারতের বিদেশ মন্ত্রক বারবার দাবি করেছে মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের আলোচনা অব্যাহত। সেই পরিস্থিতিতে এবার ভারতে আসছেন রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পুতিনের সফর ঘিরে স্বাভাবিকভাবেই ফের একবার ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হল।

ভারতের বিদেশ মন্ত্রকের সূত্রে সম্প্রতি দাবি করা হচ্ছিল পুতিনের ভারত সফরের (visit to India)। শুক্রবার সব সম্ভাবনা সত্যি করে ৪ ও ৫ ডিসেম্বর ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঘোষণা করল রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs)। জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই ভারতে আসছেন পুতিন। সেই সঙ্গে দাবি করা হয়েছে, রাশিয়া রাষ্ট্রপতির এই সফরে দুই দেশের মধ্যে যে অংশীদারিত্বের বিষয়গুলি রয়েছে, সেগুলি আরও পাকা হবে।

সম্প্রতি ভারতীয় বাণিজ্য সংগঠনগুলি বিদেশ মন্ত্রক ও অর্থ মন্ত্রকের সূত্র ধরে দাবি করেছিল আমেরিকার সঙ্গে সংঘাত মিটতে চলেছে। ফিকি-র (FICCI) বৈঠকে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল (Rajesh Agarwal) দাবি করেছিলেন, চলতি বছরের শেষের মধ্যেই দুই দেশের বাণিজ্য সংক্রান্ত জট কেটে যাবে, এমনটাই আমরা আশা করছি। চলতি বছরে রাশিয়া থেকে তেল (Russian crude oil) কেনার পরিমাণও ভারত কমিয়েছে বলে সমীক্ষায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার তেল কেনায় লাগাম! ট্রাম্পের হুমকি ‘অস্বীকার’ করেও ঘোষণা আম্বানির

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) প্রসঙ্গে ফের একবার মাথা গলিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাষ্ট্রপতি ভোলোদাইমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। যদিও শান্তি চুক্তি নিয়ে পুতিনে-ট্রাম্প এখনও কোনও কথা হয়নি। সেই সময়েই পুতিনের ভারত সফর শুধুমাত্র ভারত-আমেরিক-রাশিয়া ত্রিপাক্ষিক সম্পর্কই নয়, বিশ্বের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে দাবি রাজনৈতিক মহলের।

–

–

–

–

–

