Friday, January 9, 2026

‘রাষ্ট্রবাদ’ শব্দে মানুষ ভয় পায়: ভারতের একতা নিয়ে গান্ধীজি ভুল, দাবি মোহন ভাগবতের

Date:

Share post:

এবার সরাসরি গান্ধীজির তত্ত্বকে আক্রমণ আরএসএস প্রধান মোহন ভাগবতের। ভারতের একতার শক্তি নিয়ে ব্রিটিশ বিরোধিতাকে যেভাবে অনুঘটক বলে দাবি করেছিলেন জাতির জনক, সেই ধারণা ভুল বলে দাবি মোহন ভাগবতের। সেই সঙ্গে দাবি করেন, রাষ্ট্রবাদ (Nationalism) কথাটিই ভারতের জন্য প্রযোজ্য নয়। যে শব্দ পশ্চিমের দেশের মানুষ ভয় পায়, তেমন শব্দ ভারতের উপর চাপিয়ে দিচ্ছে পশ্চিমের দেশগুলিই, স্পষ্ট দাবি আরএসএস (RSS) প্রধানের। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যে রাষ্ট্রবাদ শব্দকে তুলে ধরার চেষ্টা করেন নরেন্দ্র মোদি ও তাঁর অনুগামীরা, এবার সেই শব্দকেই ভুল দাবি করলেন ভাগবত (Mohan Bhagwat)।

ভারতের রাষ্ট্রের ধারণা কোনও পাশ্চাত্যের (Western) থেকে তৈরি হয়নি বলে দাবি করে মোহন ভাগবত মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) দাবির সমালোচনা করেন। তিনি দাবি করেন, হিন্দ স্বরাজে গান্ধীজি দাবি করেছিলেন ব্রিটিশরা আসার আগে ভারত একত্রিত (united) ছিল না বলে। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা যা ব্রিটিশরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল।

সেই সঙ্গে তাঁর দাবি, সেই সময় সব ধরনের শিক্ষা ব্রিটিশরাই আমাদের দিত। ফলে তাঁদের রাষ্ট্রের ধারণাই আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তারা। অথচ ভারতের একতার ধারণা বহু প্রাচীন। আমাদের দেশের রাষ্ট্রের ধারণা একেবারে আলাদা। তা পশ্চিমের দেশগুলির মতো কখনই না।

মোহন ভাগবত জানান, তাঁকে অনেকেই প্রশ্ন করেন তিনি রাষ্ট্রবাদী (Nationalist) কি না। তার উত্তরে তিনি দাবি করেন, তিনি রাষ্ট্রত্ব বা রাষ্ট্রীয়তা বলতে পারি। কিন্তু রাষ্ট্রবাদ নয়। রাষ্ট্রবাদ (Nationalism) কথাটি বললে পশ্চিমের চিন্তাধারা প্রকাশ পায়। ওখানকার রাষ্ট্রবাদের পরম্পরা ফুটে ওঠে যার কারণে দুটি বিশ্বযুদ্ধ (World War) হয়েছে। রাষ্ট্রের অহংকারের কারণে দুটি যুদ্ধ হয়েছে। তাই ওখানে রাষ্ট্রবাদ কথাটি শুনলে লোকে ভয় পায়।

আরও পড়ুন : HDFC ব্যাঙ্ককে ৯১ লক্ষ টাকা জরিমানা! বিবৃতি জারি RBI-এর

আদতে রামমন্দির প্রতিষ্ঠা থেকে গোবলয়ে ভোটের বাজার ধরে রাখতে যে রাষ্ট্রবাদের ধারণা গেঁথে দেওয়ার চেষ্টা চালিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই রাষ্ট্রবাদ শব্দেরই বিরোধিতায় ভাগবত। সেই প্রসঙ্গেই তাঁর দাবি, আমাদের রাষ্ট্রের এমনভাবে জন্ম হয়নি। কারণ এটি অহংকার (ego) থেকে জন্ম নেয়নি। অহংকার বিসর্জন দেওয়ার পরই আমাদের রাষ্ট্রের জন্ম হয়েছে। যখন আমাদের দেশের মানুষ বুঝেছিলেন একের মধ্যে সব রয়েছে তখনই আমাদের রাষ্ট্রের বোধ তৈরি হয়েছিল।

spot_img

Related articles

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...