Saturday, January 10, 2026

পুরোনো বিজ্ঞপ্তি দিয়ে ভুয়ো প্রচার! বিজেপিকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধির পুরনো একটি বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করে রাজনৈতিক চমক দিতে চাইল বিজেপির আইটি সেল। কিন্তু সেই পরিকল্পনাতেও কার্যত জল ঢেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর মত একটি অপরিকল্পিত পদক্ষেপের ফলে যে মারাত্মক কাজের চাপ বেড়েছে তাতে রীতিমত অসন্তুষ্ট দেশজুড়েই বিএলওরা। এই অবস্থায় কমিশনের তরফে অভিযোগ, বিএলওদের বর্ধিত পারিশ্রমিক নাকি আটকে রেখেছে রাজ্য সরকার। তাই সেই পারিশ্রমিক বৃদ্ধির পুরনো বিজ্ঞপ্তি ফের নতুন করে প্রকাশ করা হয়েছে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তির ছবি দিয়ে শনিবার নির্বাচন কমিশন ও বিজেপিকে এবার নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ‘’ওই বিজ্ঞপ্তি ৪ মাস পুরোনো। মিথ্যা উত্তেজনা তৈরী করে নির্বাচন কমিশনকে মাথায় তোলার চেষ্টা চলছে।’’

তিনি বেশ কড়া ভাষাতেই লেখেন, ”যখন বিজেপির আইটি সেল চার মাস পুরনো বিজ্ঞপ্তি পুনর্ব্যবহার করে উত্তেজনা তৈরি করে নির্বাচন কমিশনকে মাথায় তুলতে শুরু করে, তখন একটা সত্যি সবাই বুঝতে পারে যে বাংলাকে বিপর্যস্ত করার ‘মিস্টার সার’ এর সবরকম অসৎ কৌশল শুধুমাত্র যে ব্যর্থ হয়েছে সেটা নয়, জনসাধারণের দৃষ্টিতে রীতিমত পর্য্যুদস্ত। কেন্দ্রীয় সরকারের সব এজেন্সী যেমন ইসি, ইডি, সিবিআই, আইটি, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া এবং এমনকি বিচার বিভাগের একাংশ কেন্দ্রের অঙ্গুলিহেলনে তাঁদের প্রতিটি অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও, বিজেপি এখনও জানে যে বাংলা তাদের আবার পরাজিত করবে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ২০২১ সালের চেয়েও জোরালো ভাবে ফিরে আসবে।” এরপরেই গেরুয়া নেতাদের প্রশ্ন ছুড়লেন তিনি, ”নেতাদের কাছে আমার সহজ প্রশ্ন: আপনাদের কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আছে? না এখনও সেই পুরোনো বিজ্ঞপ্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকবেন?”

প্রসঙ্গত,স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (BLO)। ডেটা এন্ট্রি-সহ একাধিক কাজে নিযুক্ত BLO-রা। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে, কাজের চাপ সহ্য করতে না পেরে একাধিক বিএলও’র মর্মান্তিক পরিণতি হচ্ছে। এর মাঝেই বিএলওদের জন্য পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রথমে পারিশ্রমিক ছিল মাত্র ৬ হাজার টাকা। পরে সেটা বাড়িয়ে করা হয় ১২ হাজার টাকা। আবার বাড়িয়ে এখন সেটা হয় ১৮ হাজার টাকা। কিন্তু সেটা অনেক আগের, নতুন করে কোন বিজ্ঞপ্তি নেই।

আরও পড়ুন- ২৬-এ পরিবর্তন! ফ্লপ জ্যোতিষী শুভেন্দুর পর্দাফাঁস কুণালের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...