Sunday, January 11, 2026

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

Date:

Share post:

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া (Bangaldesh push back) সোনালি খাতুনসহ ছয় বাঙালি। সোমবার ফের সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিল সোনালি খাতুন (Sunali Khatun) ও তাঁর আট বছরের ছেলেকে দেশে ফেরানোর। যদিও কেন্দ্রের আইনজীবী (Solicitor General) এর কোনও উত্তর সোমবার দিতে পারেননি। তবে সোমবারই বাংলাদেশের (Bangladesh) আদালত জামিন মঞ্জুর করেছে বাংলাদেশের জেলে আটক সোনালিদের।

শেষ শুনানিতে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া সোনালি খাতুন ও পাঁচ বীরভূমের বাসিন্দাকে অন্তর্বর্তী কালীন দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant CJI)। তা সত্ত্বেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও যে তাঁদের ফেরানোর কোনও ইচ্ছাই প্রকাশ করেনি কেন্দ্রের স্বৈরাচারী সরকার, তা স্পষ্ট। সেই পরিস্থিতিতে সোমবারের শুনানিতে তাঁদের ফিরিয়ে আনার কোনও ইচ্ছাই প্রকাশ করলেন না কেন্দ্রের সলিসিটর জেনারেল। তিনি আরও একদিন সময় চান।

সেখানেই প্রধান বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এই মামলায় মানবিকতার খাতিরেই একটি রায়ে পৌঁছানো প্রয়োজন। সলিসিটর জেনারেল সহানুভূতি রয়েছে, মুখে বললেও আদতে যে তা নেই তা তাঁদের কার্যক্রমেই প্রকাশ পায়। আগের নির্দেশ, দেশে ফিরিয়ে আনার নির্দেশই মৌখিকভাবে বহাল রাখে শীর্ষ আদালত (Supreme Court)। আবেদনকারীর পক্ষে আইনজীবী সঞ্জয় হেগড়ে আবেদন করেন, যদি সোনালি খাতুনকে দেশে ফেরানোর প্রক্রিয়া হয় তবে তাঁর ৮ বছরের সন্তানকেও ফেরানো উচিত মানবিকতার খাতিরেই। মামলার পরবর্তী শুনানি বুধবার।

অন্যদিকে, বাংলাদেশের আদালত আগেই সোনালিসহ ছয়জনকে ভারতীয় হিসাবে প্রমাণ করা হয়েছিল। সোমবার সেই মামলায় জামিনও দেওয়া হল তাঁদের। বাংলাদেশের আদালতের পর্যবেক্ষণ, নিজেদের দোষে তাঁরা বাংলাদেশে পৌঁছায়নি। চাঁপাইনবাবগঞ্জের (Chapainawabganj) আদালত তাঁদের জামিন (bail) মঞ্জুর করে। সোমবারই তাঁরা জেল থেকে বেরোবেন। সেখান থেকে তাঁদের ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে, প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

সোমবার দুই দেশের দুই আদালতের রায়ের পরে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানান, মৌখিকভাবে শীর্ষ আদালত অন্তঃসত্ত্বা সোনালিকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল কেন্দ্রের কাছে এই বিষয়ে নির্দেশ পাওয়ার জন্য সম্মতি জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সোনালিদের ভারতে ফেরানোর লড়াই চালিয়ে যাবে।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...