Monday, December 1, 2025

ডামাডোলে অখুশি বিসিসিআই! গম্ভীর-আগারকরকে জরুরি তলব কর্তাদের

Date:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভরাডুবি, প্রথম একদিনের ম্যাচেও জয় সহজে আসেনি। তারমধ্যে মাঠের বাইরে বিরামহীন বিতর্ক। এই পরিস্থিতিতে গম্ভীর-আগারকরকে( Gautam Gambhir, Ajit Agarkar) জরুরি তলব বিসিসিআইয়ের(BCCI)।

আগামী বুধবার রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগেই ভারতীয় দলের হেড কোচ এবং মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড(BCCI) কর্তারা।  এই বৈঠকে থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া ও যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া। থাকতে পারেন বিসিসিআই  সভাপতি মিঠুন মানহাস।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক মাস ধরেই ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে, একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই((BCCI)।  এই বিষয়ে কোচ ও মুখ্য নির্বাচকের থেকে জবাবদিহী চাইতে পারেন বোর্ড কর্তারা। এমনকি আগামীর কথা মাথায় রেখে একটি রুপরেখাও তৈরি করতে নিতে চাইছেন বোর্ড কর্তারা।

এই বৈঠকে রোহিত শর্মা বা বিরাট কোহলির থাকার সম্ভবনা নেই কারণ ঔই দিন খেলা আছে। পাশাপাশি বোর্ড সূত্রের খবর, বিরাট রোহিতকে সঙ্গে নিয়েই ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

বোর্ডের এক কর্তা বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন কিছু কাণ্ড হয়েছে যা আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। দল নির্বাচন তার মধ্যে অন্যতম। সেই সব বিষয়ে গম্ভীর ও আগারকরের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সামনেই টি২০ বিশ্বকাপ। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তাই বোর্ড চাইছে, এখনই সব সমস্যা মিটিয়ে ফেলতে।”

Related articles

BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ঘাড়ে বন্দুক রেখে খেলছে নির্বাচন কমিশন। অথচ সেই বিএলও-দের (BLO) কোনও দায়িত্ব নিচ্ছে না...

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো...

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র, ভারতীয় ফুটবলে জট কাটবে?

৩ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে ক্রীড়া মন্ত্রকের(Sports Ministry)সঙ্গে বৈঠকে এফএসডিএল(FSDL), আইএসএল ক্লাব(ISL)  ও ফেডারেশন(AIFF) প্রতিনিধিরা থাকবেন...
Exit mobile version