Monday, December 22, 2025

SIR ইস্যুতে উত্তাল সংসদ! আলোচনা এড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে আলোচনা এড়ানোর চেষ্টা করছে মোদি সরকার—এমনই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির। সোমবার লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই তৃণমূল সাংসদরা জরুরি ভিত্তিতে এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি নোটিশ দেন।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়ান প্রশ্ন তোলেন, কেন সরকার এখনও আলোচনা নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা করছে না। সরকারের ‘শুকনো আশ্বাসে’ ভরসা নেই বলেই মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সরকারের প্রতি বিরোধী বেঞ্চের ‘ট্রাস্ট ডেফিসিট’ তৈরি হয়েছে। সরকারের নীরবতায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী দলগুলি।

লোকসভাতেও একই পরিস্থিতি। তৃণমূলের দাবিকে সমর্থন করে কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবির একযোগে জানায়, অবিলম্বে SIR নিয়ে আলোচনায় বসতে হবে। তবে স্পিকার ওম বিড়লা আলোচনার অনুমতি না দেওয়ায় প্রতিবাদে শোরগোল শুরু হয়। ক্রমাগত চাপে পড়ে শেষ পর্যন্ত সারা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। অধিবেশনের প্রথম দিনেই এমন অচলাবস্থা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিরোধীদের দাবি, ভোটার তালিকার সংশোধন নিয়ে প্রশ্ন এড়াতে চাইছে সরকার; অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- কোর্টকেও অস্বীকার স্বৈরাচারী কেন্দ্রের! সোনালি বিবি-প্রসঙ্গে তোপ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...