সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে আলোচনা এড়ানোর চেষ্টা করছে মোদি সরকার—এমনই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির। সোমবার লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই তৃণমূল সাংসদরা জরুরি ভিত্তিতে এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি নোটিশ দেন।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়ান প্রশ্ন তোলেন, কেন সরকার এখনও আলোচনা নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা করছে না। সরকারের ‘শুকনো আশ্বাসে’ ভরসা নেই বলেই মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সরকারের প্রতি বিরোধী বেঞ্চের ‘ট্রাস্ট ডেফিসিট’ তৈরি হয়েছে। সরকারের নীরবতায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী দলগুলি।

লোকসভাতেও একই পরিস্থিতি। তৃণমূলের দাবিকে সমর্থন করে কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবির একযোগে জানায়, অবিলম্বে SIR নিয়ে আলোচনায় বসতে হবে। তবে স্পিকার ওম বিড়লা আলোচনার অনুমতি না দেওয়ায় প্রতিবাদে শোরগোল শুরু হয়। ক্রমাগত চাপে পড়ে শেষ পর্যন্ত সারা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। অধিবেশনের প্রথম দিনেই এমন অচলাবস্থা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিরোধীদের দাবি, ভোটার তালিকার সংশোধন নিয়ে প্রশ্ন এড়াতে চাইছে সরকার; অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- কোর্টকেও অস্বীকার স্বৈরাচারী কেন্দ্রের! সোনালি বিবি-প্রসঙ্গে তোপ অভিষেকের

_

_

_

_

_

_
_

