Monday, December 1, 2025

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

Date:

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর পালনও হয়েছিল সেই অ্যাকাউন্ট (bank account) খোলার। কিন্তু দশ বছরের শেষে এসে বেরিয়ে পড়ল তার কঙ্কালসার চেহারা। বাংলাতেই বন্ধ হয়ে গেল প্রায় ৯৫ লক্ষ জনধন অ্যাকাউন্ট (Jan dhan account)। শুধুমাত্র কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা যেসব অ্যাকাউন্টে ঢুকত সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

গোটা দেশে প্রায় ৫৫ কোটি জনধন অ্যাকাউন্ট খোলানো হয়েছিল কেন্দ্র সরকারের উদ্যোগে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (nationalised bank) অধীনেই এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে (zero balance account) কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সহযোগিতা সাধারণ মানুষ পেতেন এই অ্যাকাউন্টে। একদিকে দুর্নীতিমুক্তভাবে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া এবং অন্যদিকে ভারতের সব প্রান্তে ব্যাঙ্কিং ব্যবস্থা পৌঁছেছে, তা প্রমাণ করতেই এই উদ্যোগ ২০১৪ সালে নিয়েছিল মোদি সরকার। ২০২৫-এ এসে তারই কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল।

বাংলায় প্রায় ৯৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা ঢুকত। এই অ্যাকাউন্টগুলিতে রাজ্য বা অন্য কোনও প্রকল্পের টাকা লেনদেন হত না। তিন বছর ধরে কেন্দ্রীয় প্রকল্পের (central scheme) টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। তার জেরে সেইসব অ্যাকাউন্ট (bank account) এবার বন্ধ করে দিল ব্যাক কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ফের বাংলাদেশি তকমা! ওড়িশায় আটক বীরভূমের পাঁচ পরিযায়ী শ্রমিক

চলতি আর্থিক বর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জনধন যোজনার নিষ্ক্রীয় অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রের চাপে এই বিপুল পরিমাণ বোঝা তারা চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। যদিও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বারবার আশ্বাস দিচ্ছিল এই অ্যাকাউন্টগুলি অকেজ হলেও বন্ধ হবে না। কিন্তু শেষ পর্যন্ত বন্ধ করার পথেই হাঁটলো ব্যাঙ্কগুলি। বাংলায় প্রায় আড়াই কোটি জনধন অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে মহিলারা এই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। ফলে সেইসব অ্যাকাউন্ট সচল থাকলেও মূলত পুরুষদের অ্যাকাউন্টগুলি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।

Related articles

এখানে স্লোগান নয়: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের কণ্ঠরোধের ‘হুমকি’ মোদির!

বিহার নির্বাচনের অজুহাত দিয়ে বিরোধী দলগুলির মুখবন্ধ করার পন্থা যে স্বৈরাচারী মোদি সরকার বরাবর নিয়ে আসে, তার ব্যতিক্রম...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...
Exit mobile version