Monday, January 12, 2026

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

Date:

Share post:

“আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?” রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্ত। একটি হেবিয়াস কর্পাস আবেদনে অভিযোগ তোলা হয়, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা উধাও হয়ে যাচ্ছে। এর জবাবে রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাল্টা প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে- এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) সম্প্রতি মামলা দায়ের হয়। আবেদনকারীদেরর দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হোক। অভিযোগ, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করার পরে তাঁদের কোনও খোঁজ নেই। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়  প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। শুনানির শুরুতেই এই বিষয়ে বিচাপতি প্রশ্ন তোলেন, “ভারত সরকারের কি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? কেউ যদি অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাঁদের এখানে রাখার জন্য আমাদের কি কোনও বাধ্যবাধকতা রয়েছে? যদি ওদের ভারতে থাকার অধিকারই না থাকে তাহলে সেই সব অনুপ্রবেশকারীকে স্বাগত জানানোর জন্য আমরা লাল কার্পেট বিছিয়ে দেব?” আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য শরণার্থী মর্যাদা চাইছেন না। শুধুমাত্র আইন অনুযায়ী নির্বাসন প্রক্রিয়ার দাবি জানাচ্ছেন।
আরও খবরSIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

এর প্রেক্ষিতে কড়া সুরে প্রধান বিচারপতি বলেন, “প্রথমে, আপনি সুড়ঙ্গ খুঁড়ে বা বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকছেন। তারপর বলছেন, এখন যেহেতু আমি এসেছি, ভারতীয় আইন আমার উপর প্রযোজ্য হওয়া উচিত। এবং আমার সন্তানদের জন্য খাদ্য, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করা উচিত। আমরা কি এভাবে আইনি পরিধি বাড়াব?” বিচারপতি মন্তব্য, ভারতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ দরিদ্র নাগরিক রয়েছেন যাঁদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তবে, অবৈধভাবে কেউ প্রবেশ করলেও তাঁদের উপর নির্যাতন করা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...