“আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?” রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্ত। একটি হেবিয়াস কর্পাস আবেদনে অভিযোগ তোলা হয়, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা উধাও হয়ে যাচ্ছে। এর জবাবে রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাল্টা প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে- এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) সম্প্রতি মামলা দায়ের হয়। আবেদনকারীদেরর দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হোক। অভিযোগ, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করার পরে তাঁদের কোনও খোঁজ নেই। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। শুনানির শুরুতেই এই বিষয়ে বিচাপতি প্রশ্ন তোলেন, “ভারত সরকারের কি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? কেউ যদি অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাঁদের এখানে রাখার জন্য আমাদের কি কোনও বাধ্যবাধকতা রয়েছে? যদি ওদের ভারতে থাকার অধিকারই না থাকে তাহলে সেই সব অনুপ্রবেশকারীকে স্বাগত জানানোর জন্য আমরা লাল কার্পেট বিছিয়ে দেব?” আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য শরণার্থী মর্যাদা চাইছেন না। শুধুমাত্র আইন অনুযায়ী নির্বাসন প্রক্রিয়ার দাবি জানাচ্ছেন।
আরও খবর: SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

এর প্রেক্ষিতে কড়া সুরে প্রধান বিচারপতি বলেন, “প্রথমে, আপনি সুড়ঙ্গ খুঁড়ে বা বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকছেন। তারপর বলছেন, এখন যেহেতু আমি এসেছি, ভারতীয় আইন আমার উপর প্রযোজ্য হওয়া উচিত। এবং আমার সন্তানদের জন্য খাদ্য, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করা উচিত। আমরা কি এভাবে আইনি পরিধি বাড়াব?” বিচারপতি মন্তব্য, ভারতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ দরিদ্র নাগরিক রয়েছেন যাঁদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তবে, অবৈধভাবে কেউ প্রবেশ করলেও তাঁদের উপর নির্যাতন করা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।

–

–

–

–

–

–

–

