নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট রক্ষকের (wicket keeper) দায়িত্ব নয়। রাজ্য পুলিশের ডিএসপি-র দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ (Richa Ghosh)। বুধবার ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar DGP) হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে রিচাকে বাংলার পুলিশ বাহিনীতে স্বাগত জানানো হয়েছে। তিনি শিলিগুড়ির সহকারী কমিশনার (Assistant Commissioner) পদে যোগদান করছেন। বিশ্বকাপ জয়ের পরই রিচাকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে। সেই প্রস্তবা গ্রহণ করলে ইডেনে বাংলা ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিচার নিয়োগপত্র তুলে দেন তাঁর হাতে।
আরও পড়ুন : সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল
বুধবার নিজের দায়িত্বভার গ্রহণ করে আরেক ক্রিকেটার দীপ্তি শর্মার (Deepti Sharma) সঙ্গে একই আসনে নাম লেখালেন। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে উত্তরপ্রদেশ প্রশাসন দীপ্তিকে ডিএসপি পদে নিয়োগ করে। তবে দীপ্তির মতোই রিচাও এখন পুলিশের উর্দির বদলে ক্রিকেটের জার্সিতেই বেশি মন দেবেন। পরের মাসেই ফের সেই জার্সিতেই মাঠে নামবেন তিনি।
Richa Ghosh joins State Police as DSP
Richa Ghosh, a crucial member of the Indian team that won the Women’s Cricket World Cup, joined the State Police today in the rank of DSP (Deputy Superintendent of Police). She has been appointed as ACP (Assistant Commissioner of Police) in… pic.twitter.com/x6lurmvRTI
— West Bengal Police (@WBPolice) December 3, 2025
–
–
–
–
–
