Wednesday, December 24, 2025

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

Date:

Share post:

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি মালদার গাজোলে জনসভায় বক্তব্য রাখেন। এসআইআর (SIR) থেকে কেন্দ্রীয় বঞ্চনা – কোনও ইস্যুতেই মালদহবাসীর পাশে থাকার বার্তা বাদ রাখেননি তিনি। এবার পালা বহরমপুরের। বৃহস্পতিবার বহরমপুর (Bahrampur) স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ওই সভা শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে আবার কলকাতা ফিরে যাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব বারবার বহরমপুর স্টেডিয়ামে (Bahrampur stadium) গিয়ে খতিয়ে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর (Chief Minister) জনসভা শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভা কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষ বহরমপুর শহরে আসবেন। দলের কর্মী সমর্থকদেরকে বহরমপুর স্টেডিয়ামে আনার জন্য পর্যাপ্ত বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।

তবে কোন বার্তার জন্য অপেক্ষা করছেন বহরমপুরের মানুষ? অপূর্ববাবু জানান, সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনও দিশা দেখান কিনা তার দিকেও আমাদের নজর থাকবে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিক (migrant labour) বিজেপির রাজ্যে বারবার হিংসার মুখে। তাঁদেরই দিশা দেখাবেন দলনেত্রী, আশা মুর্শিদাবাদের (Murshidabad)।

আরও পড়ুন : SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে এসআইআর নিয়ে যে নিশ্চয়তা দলনেত্রী মালদহে দিয়েছেন, তেমন প্রতিশ্রুতি মুর্শিদাবাদের মানুষও চাইছেন। তেমনটা আশা প্রকাশ করে অপূর্ব বলেন জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এসআইআর-এর নামে এনআরসি লাগু করতে চাইছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁর সঙ্গে রয়েছে। আগামীকালকের জনসভায় মুখ্যমন্ত্রী জেলাবাসীর জন্য উন্নয়নের কোনও বার্তা দেন কিনা সেদিকেও আমরা সকলে উদগ্রীব হয়ে রয়েছি।

spot_img

Related articles

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli...

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...