Tuesday, January 13, 2026

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

Date:

Share post:

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি মালদার গাজোলে জনসভায় বক্তব্য রাখেন। এসআইআর (SIR) থেকে কেন্দ্রীয় বঞ্চনা – কোনও ইস্যুতেই মালদহবাসীর পাশে থাকার বার্তা বাদ রাখেননি তিনি। এবার পালা বহরমপুরের। বৃহস্পতিবার বহরমপুর (Bahrampur) স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ওই সভা শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে আবার কলকাতা ফিরে যাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব বারবার বহরমপুর স্টেডিয়ামে (Bahrampur stadium) গিয়ে খতিয়ে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর (Chief Minister) জনসভা শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভা কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষ বহরমপুর শহরে আসবেন। দলের কর্মী সমর্থকদেরকে বহরমপুর স্টেডিয়ামে আনার জন্য পর্যাপ্ত বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।

তবে কোন বার্তার জন্য অপেক্ষা করছেন বহরমপুরের মানুষ? অপূর্ববাবু জানান, সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনও দিশা দেখান কিনা তার দিকেও আমাদের নজর থাকবে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিক (migrant labour) বিজেপির রাজ্যে বারবার হিংসার মুখে। তাঁদেরই দিশা দেখাবেন দলনেত্রী, আশা মুর্শিদাবাদের (Murshidabad)।

আরও পড়ুন : SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে এসআইআর নিয়ে যে নিশ্চয়তা দলনেত্রী মালদহে দিয়েছেন, তেমন প্রতিশ্রুতি মুর্শিদাবাদের মানুষও চাইছেন। তেমনটা আশা প্রকাশ করে অপূর্ব বলেন জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এসআইআর-এর নামে এনআরসি লাগু করতে চাইছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁর সঙ্গে রয়েছে। আগামীকালকের জনসভায় মুখ্যমন্ত্রী জেলাবাসীর জন্য উন্নয়নের কোনও বার্তা দেন কিনা সেদিকেও আমরা সকলে উদগ্রীব হয়ে রয়েছি।

spot_img

Related articles

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...