Wednesday, December 3, 2025

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

Date:

Share post:

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বিদেশের মাটিতে বাংলার চার কন্যাশ্রী। আগামী ৪ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চিনের পিআর শাংলুওতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ জনের ভারতীয় স্কুল ভলিবল দলে রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অভিষিক্তা পাল (নবম শ্রেণি) দক্ষিণ ২৪ পরগনা জেলার সারণ্য ঘোষ,( সপ্তম শ্রেণি) এবং হুগলির রূপকথা ঘোষ (সপ্তম শ্রেণি) ও সহেলি সামন্ত (অষ্টম শ্রেণি)।

গত বছর জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব ১৪ বছরের ভলিবল প্রতিযোগিতায় বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলের ৬ জন খেলোয়াড়কে এই ওয়ার্ল্ড স্কুল ভলিবল প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এই চার কন্যাশ্রী ছাড়াও প্রাথমিক পর্বের এই ভারতীয় ভলিবল দলে উত্তর ২৪ পরগনার আদ্রিকা দাস ও জেলার হুগলি পূজা রাজবংশী ছিল। ২৪ অক্টোবর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচিতে ভারতীয় জাতীয় ভলিবল দলের আবাসিক শিবির অনুষ্ঠিত হয়। গত ১৯ নভেম্বর ২৪ জনের ভারতীয় ভলিবল দল থেকে চূড়ান্ত পর্যায়ের ১৪ জনের দল নির্বাচন করা হয়।

২০১৭ সালে খেল সম্মাননা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন খেলাটাকে বিদ্যালয় স্তরে নিয়ে যেতে হবে। এটার জন্য পাঁচ বছর সময় লাগবে। এই পাঁচ বছরে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে অনেকটাই বাংলা এগিয়েছে। সুযোগ-সুবিধা অনেকটাই প্রসারিত হয়েছে। তাই জাতীয় স্কুল গেমসে বাংলা সপ্তম স্থানে উঠে এসেছে। ভলিবল থেকে টেবিল টেনিস, ভারোত্তোলন থেকে যোগাসনl সব ক্ষেত্রেই এগিয়ে বাংলা। এদের সকলের পরিবারের কন্যা বিশ্ব ভলিবলের চূড়ান্ত শিখরে পৌছাতে পারে আর চেয়েছেন খেলাধুলার সাথে সাথে পড়াশোনাটাকেও সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা। এদের সকলকেই প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা ভলিবলের কঠোর অনুশীলন করতে হয়। ইন্ডিয়া ক্যাম্পে থাকার জন্য বই পড়ার সুযোগটা তাঁরা পায় না বললেই চলে।বাংলার খেলাধুলার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে স্কুল পাঠক্রমে পাঠক্রমে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বাংলার প্রতিষ্ঠিত খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করে আগামিতে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...