Thursday, December 4, 2025

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

Date:

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের মধ্যে। ঠিক সেভাবেই সোশ্যাল মিডিয়া (Social media) থেকে শুরু করে সিনেপ্রেমীদের প্রিয় জুটি হিসেবে সর্বদাই খবরের শিরোনামে থাকেন বিজয় দেবেরোকণ্ডা ও রশ্মিকা মান্ধানা (Vijay Deverokonda & Rashmika Mandhana)। সম্প্রতি তাঁদের বাগদানের খবরে খুশি হয়েছিলেন অনুরাগীরা। যুগলে প্রকাশ্যে নিয়ে কোনও মন্তব্য না করলেও এবার বিয়ে নিয়ে মুখ খুললেন রশ্মিকা। ‘পুষ্পা’ (Pushpa) অভিনেত্রী বলেন, “আমার বিয়ের গুঞ্জন সিলমোহর দিতে চাই না।” এরপরই বিনোদন জগতে শুরু হয়েছে ফিসফাস। তাহলে কি বিজয়ের সঙ্গে দূরত্ব বাড়লো ন্যাশনাল ক্রাশের ? ‘ডিয়ার কমরেড’ নায়ক অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি।

বিজয়-রশ্মিকার জুটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের বড় পছন্দের। দুজনে এখনও পর্যন্ত একসঙ্গে মাত্র দুটি সিনেমা করেছেন। কিন্তু তাতেই তাঁরা সুপারহিট। দুজনের হাতে হাত ধরা বা চোখে চোখ রাখা এক্সপ্রেশনে প্রেম জমে ক্ষীর। প্রকাশ্যে অবশ্য ‘ব্যক্তিগত সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি কেউই, কিন্তু দুজনের হাতে আংটি দেখে বাগদানের জল্পনা জোরালো হয়েছে।। জানা যায় আগামী ফেব্রুয়ারিতেই সাতপাকে ঘুরবেন এই জুটি। তার মাঝেই হঠাৎ করে নায়িকার মন্তব্যে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। রশ্মিকার হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি। বিজয়ের হাতেও তাই। গুঞ্জনে শোনা যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর। লাগাতার বিয়ের আলোচনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন নায়িকা। ‘থামা’ অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, “ আমি আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না আর তা আমি অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাব। আমার মনে হয় ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় সেটাকে সম্মান জানানো উচিত।”

গত ৮ বছর ধরে কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার স্যোশাল মিডিয়ায় উঁকি দিয়ে বিজয় – রশ্মিকাকে দেখা গিয়েছে। বিদেশে বেড়াতে যাওয়ার ছবিতে ফ্রেম আলাদা হলেও গন্তব্য যে এক সেটা স্পষ্ট বোঝা গেছে। দুজনকে একসঙ্গে দেখতে ভারী মিষ্টি লাগে, তাই অনুরাগীদের আশা ব্যক্তিগত সম্পর্কে এতটুকু চিড় ধরেনি যুগলের। বরং মিডিয়ার সামনে যাতে হাইপ তৈরি না হয় সেই কারণেই এমন মন্তব্য করেছেন রশ্মিকা।

 

Related articles

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...
Exit mobile version