কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে। অবসর প্রসঙ্গে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান তারকা। রাসেলের মুখে শোনা গেল উইসেন বোল্ট বা এবি ডিভিলিয়ার্সের কথা।
ক্রিকবাজকে দেওয়া দেওয়া সাক্ষাতকারে রাসেল(Andre Russell) বলেছেন, উইসেন বোল্ট এবং এবি ডিভিলিয়ার্স উভয়েই কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন অবসর নিয়েছিলেন। সেই সময় সকলেরই প্রশ্ন ছিল, কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন। আমি কেরিয়ারের এমন একটা জায়গায় পৌছেঁছি তাতে আমার মনে হয়েছে আমার জন্য অবসরের এটাই সঠিক সময়।
এখানেই থেমে না থেকে রাসেল আরও বলেন, “ আমি ভবিষ্যতের জন্য ছাপ রেখে যেতে চাই। যাতে Andre Russell Breaks Silence On Why He কেউ বলতে না পারে, আমার আরও তিন-চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। এ কথা ভেবেই আমি সরে দাঁড়িয়েছি।”
আগামী মরশুমে কেকেআরের কোচিং টিমে থাকবেন রাসেল(Andre Russell)। কিন্তু পাওয়ার কোচের পদ পেয়ে নিজেও কিছুটা অবাক হয়ে যান। কারণ কোচিং টিমে এই পদ খুব একটা শোনা যায় না। এই প্রসঙ্গে রাসেল বলেন, ভেঙ্কি মাইশোর প্রথম যখন আমাকে এই প্রস্তাব দেন তখন আমি কিছুটা অবাক হই।কারণ মাঠে সারাজীবন এই কাজই করে এসেছি। শট মারার সময় যে শক্তি শরীরে আনি, বোলিং-ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। যে কোনও বিভাগে কেকেআরকে সাহায্য করার জন্য তৈরি। জিম, ফিটনেস হোক বা যা খুশি।”
–
–
–
–
