নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কোনও অতিরিক্ত ফি দিতে হচ্ছে না, শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি পোস্ট করে জানালেন ব্রাত্য বসু। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে মিথ্যাচার আর অপপ্রচার করে চলেছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্টের বিরোধিতা করে আসল সত্যি সকলের সামনে আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। জানিয়ে দিলেন রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশোনার খরচ চালায়। তাই শুভেন্দু উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষার ফি নিয়ে যে কথা বলছেন তার সম্পূর্ণ মিথ্যা।
বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি পোস্ট করে লেখেন যে ‘উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি পরীক্ষার ফি নিয়েসকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংসদের অধীনস্থ ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্তিকরণের সময় নির্ধারিত ফি জমা করতে হবে। আর সেখানেই পরীক্ষার্থীদের থেকে সেন্টার ফি বাবদ আলাদাভাবে টাকা জমা নিচ্ছে রাজ্য সরকার।’ পাল্টা জবাব দেন শিক্ষামন্ত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পেশ বিজ্ঞপ্তি তুলে ধরে ব্রাত্ত লেখেন, ‘বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফি নিয়ে। ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারে অধীন CBSE বোর্ডের ২০২৫ এর পরীক্ষার ফি-র নোটিশটা দিলাম। রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায়!এর সঙ্গে সঙ্গে সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে যাতে সত্য মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক।’
চলতি বছর সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিকে পরীক্ষা হবে। এর জন্য যে অতিরিক্ত অর্থ লাগবে তার দায় সম্পূর্ণভাবে বিদ্যালয় শিক্ষা দফতর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদেয় বলে বিবৃতি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই বিদ্যালয়ের শিক্ষা দফতর সংসদকে ১১,২৬,০০,০০০ টাকা অনুমোদনও করেছে। ফলে পড়ুয়াদের পরীক্ষার জন্য আগে বার্ষিক ফি দিতে হতো এবারেও সেটাই দিতে হচ্ছে। অতিরিক্ত কোনও টাকা দিতে হচ্ছে না।
–
–
–
–
–
–
–
