বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে একটি মামলাও দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মর্মে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপ্রদেশ, বিহার এবং হরিয়ানার(Haryana, Bihar, UP) একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করল NIA।
এই ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সব জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং হরিয়ানার ২২টি জায়গায় তল্লাশি শুরু করে NIA। তাঁরা মনে করছেন এটি একটি সিন্ডিকেটের কাজ এবং পরিকল্পিতভাবে একাধিক রাজ্যে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার হয়।
স্থানীয় পুলিশের সাহায্যে গোয়েন্দারা এদিন বেশ কয়েকটি আবাসন, গুদাম এবং ব্যবসায়িক ভবনে হানা দিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র। মনে করা হচ্ছে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে সাপ্লায়ারদের আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। গোয়েন্দাদের তরফে জানা গিয়েছে, বিহার এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যে এই অস্ত্র এবং কার্তুজ বেআইনিভাবে পাচার করা হতো। মৌলবাদী এবং জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এই পাচারকারীদের কোনও যোগাযোগ রয়েছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
–
–
–
–
