Thursday, December 4, 2025

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

Date:

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে সরব তৃণমূল সাংসদরা। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষরা। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি। মোদি সরকারের (Modi Government) উদ্দেশ্যপ্রণোদিত বাংলা বঞ্চনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন ঘাসফুলের সাংসদরা (TMC MP’s protest)। এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন কাকলি ঘোষদস্তিদার (Kakali Ghosh Dastidar), শতাব্দী রায় (Shatabdi Roy), সুস্মিতা দেব, ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen), জুন মালিয়া-সহ অন্যান্যরা।

চলতি অধিবেশন শুরু হতেই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। কালো প্ল্যাকার্ড হাতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা।কাকলি বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।” অন্যদিকে প্রায় একই সময়ে মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় I.N.D.I.A-এর অন্যান্য নেতাদেরও।

Related articles

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...
Exit mobile version