বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন। বিশ্বকাপ জয় অতীত। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
বৃহস্পতিবারের অনুশীলন ছন্দেই দেখা গেল রিচাকে (Richa Ghosh)। দেখে বোঝার উপায় নেই যে একমাস অনুশীলনের মধ্যে ছিলেন না। তাঁর ব্যাট থেকে একের পর এক দূর পাওয়ার হিট দেখা গেল।অনুশীলন শেষে রিচা বলেন, “একমাস পর ব্যাট ধরলাম। আগে যেভাবে ব্যাট করেছি, সেই পদ্ধতিই ঝালিয়ে নিচ্ছিলাম।” ক্রিকেটের পর পুলিশ কিংবা আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল আমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন খুব খুশি হয়েছি।”
বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ(Richa Ghosh)। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট রক্ষকের দায়িত্ব নয়। রাজ্য পুলিশের ডিএসপি-র দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ।
নতুন ভূমিকায় যোগ দিয়ে কেমন লাগছে , এই প্রসঙ্গে রিচা বলেন “ভারতীয় দলে অভিষেকের দিনে নীল জার্সি গায়ে চাপিয়ে যেমন অনুভূতি হয়েছিল, কিছুটা পার্থক্য থাকলেও পুলিশের উর্দি গায়ে চাপিয়ে অনেকটা একই রকম অনুভূতি হয়েছে।”
–
–
–
–
–
