উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা-শারীরিকশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্য পদ (super numerary post in upper primary recruitment) তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত শূন্য পদ বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই পদে আপাতত কোনও নিয়োগ নয়। ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এই শূন্যপদ (কর্মশিক্ষার সাড়ে ৭৫০ শারীরশিক্ষার ৮৫০ পদ) তৈরি করা হয়েছে তাই এগুলো বৈধ নয় বলে পর্যবেক্ষণ আদালতের।
এদিন মামলার শুনানিতে বিচারপতি বসু জানান অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করতে গেলে নতুন করে শূন্য পদ ঘোষণা করতে হবে। রাজ্য তার নির্বাহী ক্ষমতার ইচ্ছামতো ব্যবহার করলে আদালত তা খতিয়ে দেখতেই পারে।

–

–

–

–

–

–

–

–


