Friday, December 5, 2025

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

Date:

Share post:

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের বরাদ্দ কেন্দ্রের বিজেপি সরকার কমিয়ে (fund reduced) দিলো ১২ ভাগ। ৫০ কোটিও বরাদ্দ হল না বাংলার জন্য। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের এই নির্লজ্জ উত্তর দিল কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক (Ministry of Power)।

বাংলার জন্য বিদ্যুতের বরাদ্দ কত? অন্যান্য রাজ্যের জন্যই বা কত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের (Ministry of Power) রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক স্পষ্টত মেনে নিলেন, এই ক্ষেত্রেও ব্যাপক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী হিসাব পেশ করেন, ২০২৪-২৫ অর্থবর্ষে বিদ্যুৎ দফতর বাংলার জন্য রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমে (RDSS) বরাদ্দ হয়েছিল ৬০১ কোটি। একই প্রকল্পে ২৮ নভেম্বরের হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ হয়েছে মাত্র ৪৯ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের বরাদ্দের ১২ ভাগের এক ভাগ প্রায়।

বাংলার খাতে এই বরাদ্দ কমানোটা আরও বেশি নজরে পড়ে বিজেপি শাসিত রাজ্যে বরাদ্দ বাড়ানোর পরিমাণ দেখলেই। অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রের মন্ত্রী জানাচ্ছেন ডবল ইঞ্জিন (double engine) রাজ্য ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা কয়েকশো কোটি বরাদ্দ পেয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ (Madhyapradesh), যাদের বরাদ্দ ১,২৩৫ কোটি।

আরও পড়ুন : বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

কেন্দ্রের এই উত্তরের পরে সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনে বাংলা-বিরোধী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে গণতান্ত্রিক পথেই যে বাংলা বিজেপিকে জবাব দেবে, তাও স্পষ্ট করে দেওয়া হয় দলের তরফে।

spot_img

Related articles

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI)...

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...