Friday, December 26, 2025

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

Date:

Share post:

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের বরাদ্দ কেন্দ্রের বিজেপি সরকার কমিয়ে (fund reduced) দিলো ১২ ভাগ। ৫০ কোটিও বরাদ্দ হল না বাংলার জন্য। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের এই নির্লজ্জ উত্তর দিল কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক (Ministry of Power)।

বাংলার জন্য বিদ্যুতের বরাদ্দ কত? অন্যান্য রাজ্যের জন্যই বা কত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের (Ministry of Power) রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক স্পষ্টত মেনে নিলেন, এই ক্ষেত্রেও ব্যাপক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী হিসাব পেশ করেন, ২০২৪-২৫ অর্থবর্ষে বিদ্যুৎ দফতর বাংলার জন্য রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমে (RDSS) বরাদ্দ হয়েছিল ৬০১ কোটি। একই প্রকল্পে ২৮ নভেম্বরের হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ হয়েছে মাত্র ৪৯ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের বরাদ্দের ১২ ভাগের এক ভাগ প্রায়।

বাংলার খাতে এই বরাদ্দ কমানোটা আরও বেশি নজরে পড়ে বিজেপি শাসিত রাজ্যে বরাদ্দ বাড়ানোর পরিমাণ দেখলেই। অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রের মন্ত্রী জানাচ্ছেন ডবল ইঞ্জিন (double engine) রাজ্য ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা কয়েকশো কোটি বরাদ্দ পেয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ (Madhyapradesh), যাদের বরাদ্দ ১,২৩৫ কোটি।

আরও পড়ুন : বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

কেন্দ্রের এই উত্তরের পরে সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনে বাংলা-বিরোধী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে গণতান্ত্রিক পথেই যে বাংলা বিজেপিকে জবাব দেবে, তাও স্পষ্ট করে দেওয়া হয় দলের তরফে।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...