Friday, December 26, 2025

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

Date:

Share post:

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০ বছর। আর সেই উপলক্ষ্যে এক বিরল সম্মান। লন্ডনের লেস্টার স্কোয়ারে বসল রাজ-সিমরন অর্থাৎ শাহরুখ-কাজলে অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গির ব্রোঞ্জের মূর্তি। DDLJ প্রথম ভারতীয় ছবি যা এই সম্মান পেল। বৃহস্পতিবার এই ভর্তির উন্মোচন করেন শাহরুখ খান (Shahrukh Khan) ও কাজল (Kajol)। এই উপলক্ষ্যে DDLJ-এর জনপ্রিয়তম ডায়লগ লিখে ছবি পোস্ট করেছেন কিং খান।

১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত রোমান্টিক জনপ্রিয় এই ছবি। এক একটি হলে রেকর্ড দিন ধরে চলেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। শুধু দেশে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই ছবি চূড়ান্ত জনপ্রিয়। সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম ছবির মুক্তির ৩০ বছর পূর্তিতে সিনেস ইন দ্য স্কোয়ার ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে এই ছবি। DDLJ-এর প্রথম ভাগ জুড়ে রয়েছে লন্ডন। লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে বসেছে ব্রোঞ্জের রাজ-সিমরন। এটি সেই জায়গা যেখানে রাজ এবং সিমরানের প্রথম দেখা। ডিডিএলজে-তে দেখানো বিভিন্ন দৃশ্যে রয়েছে লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক, হর্সগার্ডস অ্যাভিনিউ।

মূর্তি উন্মোচন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্বয়ং নায়ক-নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে লন্ডনের অতি চর্চিত বৃষ্টি পড়ছে। আর সেখানে নায়িকার মাথায় ছাতা ধরে আছেন নায়ক-এটা অবশ্য ঘোর বাস্তব। ব্রাঞ্চের মূর্তির সামনে পোজ দিয়েছেন শাহরুখ- কাজল। এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিং খান লেখেন,
“বড়ে বড়ে দেশ মে, এইসি ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিটা!
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ) এর ৩০ বছর পূর্তি উদযাপনের জন্য আজ লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ ও সিমরানের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত!
চূড়ান্ত আনন্দিত যে ডিডিএলজে প্রথম ভারতীয় ছবি যা স্কয়ার ট্রেইলে দৃশ্যে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে..
এটি সম্ভব করার জন্য ইউনাইটেড কিংডমের সকলকে অনেক ধন্যবাদ।
লন্ডনে থাকলে এবং যখনই থাকবেন রাজ ও সিমরানের সাথে দেখা করতে আসুন… আমরা আপনাকে ডিডিএলজে-এর সঙ্গে আরও স্মৃতি তৈরি করতে দেখতে চাই…”

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...