বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয় ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীরের ( Humayun Kabir) উদ্যোগে শুরু হতে চলেছে এমএলএ কাপ ২০২৫ (MLA CUP-2025)।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা হরিমতী হাইস্কুল মাঠে তিনদিন ধরে চলবে এমএলএ কাপ ২০২৫ (MLA CUP-2025)। আগামী ১১,১২ এবং ১৩ ডিসেম্বর এই ফুটবল টুর্নামেন্ট হবে।বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১১ ডিসেম্বর উদ্ধোধন হবে এই ফুটবল টুর্নামেন্টের। ১৩ ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ।
ডেবরা ব্লকের প্রত্যেকটি অঞ্চল ছাড়াও জেলা,রাজ্য এবং রাজ্যের বাইরের কোনও দলও অংশগ্রহণ করতে পারবে।স্থানীয় মানুষদের ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। থাকছে আর্কষণীয় আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্স আপ দল পাবে ৩৫ হাজার ও ট্রফি।
ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ( Humayun Kabir) এই প্রসঙ্গে জানিয়েছেন, খেলার মধ্য দিয়ে আমরা জনসংযোগ আরও বৃদ্ধি করতে চাই।প্রতি বছর আমরা এই সময়ে এই টুর্নামেন্ট করে থাকি। স্থানীয় অধিবাসীরা যাতে আরও ফুটবল খেলা দেখতে পারেন তারজন্য আমরা কমিটি করে আলোচনা করছি। প্রত্যেকটি অঞ্চলের জন প্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্তারাও উপস্থিত থাকবেন। শেষ দিনে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে।
–
–
–
–
–
