Saturday, December 6, 2025

ইন্ডিগোর অচলাবস্থার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা, অবশেষে মুখ খুললেন সিইও 

Date:

গোটা সপ্তাহ জুড়ে ইন্ডিগো (IndiGo Airlines) উড়ানে একের পর এক বিশৃঙ্খলা। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও কর্মী সংকট, কখনওবা পাইলটদের ছুটি নিয়ে ঝামেলা। আর এসবের জেরে যাত্রী ভোগান্তি চরমে। শুক্রবারও হাজার খানেকের উপর ফ্লাইট বাতিল থাকায় ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। দিল্লি বিমানবন্দর থেকে কোনও ফ্লাইট টেক অফ করেনি, কলকাতা বিমানবন্দরেও বাড়ছে অসন্তোষ। আজ শনিতেও কি একই দুর্ভোগ বজায় থাকবে? অবশেষে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন উড়ান সংস্থার সিইও পিটার এলবার্স (Pieter Elbers, CEO of IndiGo)। ক্ষমা চেয়ে জানালেন, পরিষেবা দ্রুত স্বাভাবিক হবার ব্যাপারে তিনি আশাবাদী।

শুক্রবার দেশের প্রায় সমস্ত প্রান্তের সব অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে ইন্ডিগো। শনিতেও সংখ্যাটা বেশ কয়েকশো। স্বাভাবিকভাবেই বিক্ষোভ বিরক্তি দুটোই বাড়ছে। ইন্ডিগোর তরফে বারবার বলা হয়েছে বিশাল নেটওয়ার্ক, সিডিউল এবং ক্রু-অপারেটরদের সমস্যা (Crew Operator Issue) পুরোপুরি স্বাভাবিক করতে এখনও কিছুটা সময় লাগবে। কিন্তু কতদিন? ঠিক কোন তারিখ থেকে পরিষেবার স্বাভাবিক হবে? ক্রমশই জোরালো হচ্ছে এই প্রশ্ন। চাপের মুখে ভিডিও বার্তা দিয়ে সংস্থার সিইও এলবার্স জানান, “আমাদের সংস্থার কাজের পরিধি ও জটিলতার কথা মাথায় রেখে আশা করছি আমরা ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা দিতে পারব।বিমান বাতিল ও দেরির কারণে যাত্রীদের যে বিরাট অসুবিধা ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইন্ডিগোর পক্ষ থেকে আমি সব যাত্রীদের কাছে ক্ষমা চাইছি। এই ঘটনায় ইন্ডিগোর প্রতি যাত্রীদের দীর্ঘদিনের আস্থা ধাক্কা খেয়েছে। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি সেই আস্থা ফেরানোর এবং পরিষেবা আগের চেয়ে আরও শক্তিশালী করার।” আজ থেকে সুশৃংখলভাবে অপারেশন চালাতে নতুন সিডিউল করা হচ্ছে বলে উড়ান সংস্থার তরফে জানা গেছে।

Related articles

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...

আজ বাংলা জুড়ে সংহতি দিবস,শুক্রের সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে ফের সেই সেনাবাহিনী

তৃণমূলের (TMC) সংহতি দিবসের মঞ্চে এবার হাজির সেনাবাহিনী৷ শুক্রবার বিকেলে বেশ কয়েকজন সেনা আধিকারিক ধর্মতলার মঞ্চ ও এলাকা...

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...
Exit mobile version