৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের। শেষবার ২০২৩ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ওডিআই ম্যাচে টস জিতেছিল রোহিত শর্মা। কিন্তু তারপর থেকে কেটে গিয়েছে দুই বছর। একদিনের ক্রিকেটে অবশেষে টস জয়ের খরা কাটালেন কেএল রাহুল( KL Rahul )।
ডান হাতি হলেও সিরিজের শেষ ম্যাচে রাহুল টস করলেন বাঁ হাতে। টস জেতার পর রাহুল( KL Rahul )যেভাবে হাত মুষ্টিবদ্ধ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন, তাতে রাহুল আবার বুঝিয়ে দিলেন, কোন ফরমুলায় টস জিতেছেন।টস জয়ের পর মনে হল তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন। ঋষভ পন্থ থেকে মর্নি মর্কেল রাহুলকে শুভেচ্ছা জানালেন।
টস জয়ের পর দর্শকদের আনন্দ থামছেই না। যেন কোনও ‘মিরাকলে’র সাক্ষী থাকলেন বিশাখাপত্তনমের দর্শকরা। তাঁদের চিৎকারে বেশ খানিকক্ষণ কথাই বলতে পারলেন না রাহুল।
ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের ফল এখন ১-১। শেষ ম্যাচে দলে একটি পরিবর্তন করল ভারত। বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর। জায়গা পেলেন বাঁহাতি ব্যাটার তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকাও দলে পরিবর্তন হয়।
অন্যদিকে টি২০ সিরিজর আগে সুখবর, ফিট সার্টিফিকেট পেলেন শুভমান গিল। ফলে তাঁর টি২০ সিরিজে খেলতে অসুবিধা নেই।
–
–
–
–
–
