Sunday, December 7, 2025

ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের

Date:

শনিবার নতুন কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM)ছিল।। গত বছরও মোহনবাগানের(Mohun Bagan)বার্ষিক সাধারণ সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সদস্যদের মধ্যে প্রবল অশান্তি হয়। সে তুলনায় এই বছরের এজিএম অনেক নির্বিঘ্নে এবং মসৃণভাবে সম্পন্ন হয়েছে। ৫০০-র বেশি সদস্য উপস্থিত ছিলেন। তবে মৃদু প্রতিবাদ ছিলই।

যখন ক্লাব লনে বার্ষিক সাধারণ সভা চলছে তখন বাইরে একটি ফ্যানস ক্লাব তুমুল বিক্ষোভ দেখায় তাদের মূল প্রশ্ন ছিল কেন ইরানে দলকে পাঠানো হলো না ?যদিও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অশান্তির আকার ধারণ করেনি। শান্তিপূর্ণভাবেই মিটে গিয়েছে।

পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রশ্নের মুখেও পড়তে হলো ক্লাবে বর্তমান কমিটিকে সচিব এবং সভাপতিকে ।মূলত প্রশ্ন করা হয় কেন দল ইরানে খেলতে গেল না? একইসঙ্গে  কলকাতা লিগ কেন সিরিয়াসলি খেলছে না মোহনবাগান(mohun bagan)সে নিও প্রশ্ন তোলেন সদস্যরা। যদিও সদস্যদের সব প্রশ্নেরই জবাব দিয়েছেন সচিব সৃঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস  দত্ত।

এদিনের সভা থেকে প্রবীণ সদস্যদের জন্য বিশেষ উদ্যোগে ছাড়পত্র দিয়েছে ক্লাবের কার্যকরী কমিটি। কোনও সদস্য ৫০ বছর বা তার বেশি সময় ধরে ক্লাবের সদস্য থাকলে, তাঁকে আর সদস্যপদ নবীকরণ করতে হবে না।

সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, সদস্যদের প্রশ্ন করার অধিকার আছে তারা আমাদের প্রশ্ন করেছেন আমরা তার যথাযথ জবাবও দিয়েছি। এটাই গণতন্ত্র, আমরা তো সদস্যদের বলতে দিই। সদস্যরা যত প্রশ্ন করবেন তত ভালো।

সচিব সৃঞ্জয় বসু বলেন, সদস্যরা প্রশ্ন করেছেন আমরা আমাদের মতো করে উত্তর দিয়েছি। সব সমস্যার সমাধান একদিনে হয় না। সদস্যরা আজ প্রশ্ন করার সুযোগ পেয়েছেন সেটা করেছেন। আমরা আজ ঘোষণা করেছি কোন সদস্য প্রয়াত হলে তাঁর বাড়ির সদস্যরা সেটা বজায় রাখতে গেলে পুরো টাকা দিয়ে রিনিউ করতে হবে।

একইসঙ্গে আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী মরশুমে কলকাতা লিগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে দেওয়ার জন্য আবেদন করা হয় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।

বার্ষিক সাধারণ সভার দিনেই অনূর্ধ্ব ১৪ ভারতসেরা বাংলা দলকে সম্বর্ধনা দিল মোহনবাগান ক্লাব। সভার শেষে সাব জুনিয়র চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধিত করা হল। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলার থেকে কোচ সাপোর্ট স্টাফ সবাইকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হল। বার্ষিক সাধারণ সভায় মোট ৫৩০ জন সদস্য উপস্থিত ছিলেন ।।

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...
Exit mobile version