Sunday, December 7, 2025

পথশ্রী প্রকল্পে তুঙ্গে প্রস্তুতি, একদিনেই উদ্বোধন ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তার

Date:

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উদ্যোগ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, একদিনেই রাজ্যজুড়ে ৯ হাজার কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তার উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্ধারিত এই বিশাল কর্মসূচিকে ঘিরে জেলায় জেলায় চলছে তৎপরতা।

শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই নির্দেশ দেওয়া হয়, প্রতিটি জেলায় ব্লকভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোথায় নতুন রাস্তা হয়েছে, তার দৈর্ঘ্য কত, কোন প্রকল্পের অর্থে নির্মাণ—এসব তথ্য হোর্ডিং, ব্যানার ও ফ্লেক্সের মাধ্যমে স্পষ্টভাবে প্রচার করতে বলা হয়েছে।

স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি রাস্তায় শুরু ও শেষ পয়েন্টে বোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেখানে উল্লেখ থাকবে মোট ব্যয়, রাস্তার দৈর্ঘ্য এবং নির্মাণে লেগে থাকা সময়। খুব শিগগিরিই এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন পাঠাবে পঞ্চায়েত দফতর।

গত নভেম্বরেই পথশ্রী প্রকল্পের অগ্রগতি যাচাই করতে বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। তারা বিভিন্ন জেলায় রাস্তার মান, নির্মাণের গতি ও প্রকল্প বাস্তবায়নের অন্যান্য দিক খতিয়ে দেখছেন। একইসঙ্গে জেলাশাসকদের জানানো হয়েছে—গুণগত মান নিয়ন্ত্রণে কোনওভাবেই শিথিলতা চলবে না। প্রশাসনের দাবি, গ্রামীণ পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করা, কৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ করা এবং দূরবর্তী গ্রামগুলিকে দ্রুত যোগাযোগের আওতায় আনা—এই লক্ষ্যেই পথশ্রী প্রকল্পে এত বড় আকারে কাজ করা হচ্ছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, একদিনে এত বিপুল সংখ্যক রাস্তার উদ্বোধন রাজ্যবাসীর কাছে বিশেষ বার্তা পৌঁছে দেবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন- টেস্টের বদলা একদিনের সিরিজে, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...

উদ্বোধনে অরূপ-মলয়-প্রদীপ! মহা-সমারোহে শুরু দুর্গাপুর উৎসব

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষ। এই উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর...
Exit mobile version