Sunday, January 18, 2026

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

Date:

Share post:

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in Goa) ভিড়ে ঠাসা নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও। বাকিরা ওই নাইট ক্লাবের কর্মী বলে জানা গেছে। আহত অন্তত ৫০। দ্রুত তাঁদের গোয়া মেডিক্যাল কলেজে (Goa medical college) ভর্তি করানো হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিনের প্রচেষ্টায় রবিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্লাবে নাচ গান হুল্লোড় চলাকালীন আচমকা বিকট শব্দ শোনা যায়। চোখের পলকে দাউদাউ করে আগুন লেগে যায় নাইট ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে। উইকেন্ড বলে ভিড় একটু বেশিই ছিল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হোটেল কর্মী ও অধিকাংশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ের সরিয়ে নিয়ে যায়।গোয়ার ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, একতলার রান্নাঘরেই মূলত আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...