Sunday, January 18, 2026

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

Date:

Share post:

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Fakim)। নিজেও স্বাস্থ্য নিয়ে তিনি যে সচেতন সেই কথাও বুঝিয়ে দিলেন মেয়র (Mayor)। সঙ্গে ছিলেন তাঁর বড় মেয়ে। রবিবার সকালে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে এই ম্যারাথন (marathon) শুরু হয়। সেখানে অংশ নিয়েছিলেন ফিরহাদ, প্রিয়দর্শিনী হাকিম, কলকাতার পুলিশ কমিশনার-সহ (Kolkata Police Commissioner) বহু বিশিষ্টজন। নতুন প্রজন্মকে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথাও এদিন বলেন তিনি। এদিনের ম্যারাথনে বিভিন্ন প্রান্তর থেকে প্রায় ৩৫০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন।

ফিরহাদ হাকিম বলেন, সারা শহর থেকেই অনেকে এসেছেন। আমিও একটু দৌড়েছি আজ এখানে। সিপি নিজেও দৌড়েছেন। সকালে উঠে স্বাস্থ্য পরিচর্যা মানুষের অভ্যাসে। এটা খুব ভাল যে মানুষ এখন ফিটনেসের দিকে নিজর দিচ্ছেন। আনন্দের জন্যে দৌড়াও। বাংলায় আমরা আনন্দে থাকি। সবাই মিলে একসঙ্গে থাকি। এই খিদিরপুরে (Kidderpur) আমরা সকলে মিলেমিশে থাকি। কে কোন জাতের, কে কোন ধর্মের এমন কোনও কিছু নেই। সবাই মিলে দৌড়চ্ছেন। আনন্দ করছি, হইহই করছি। এটাই তো বাংলার সংস্কৃতি। আর সকালে উঠে দৌড়লে স্বাস্থ্য ঠিক থাকলে মন ঠিক থাকবে। আর মন ঠিক থাকলে একাগ্রতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

প্রসঙ্গত গত রবিবার সকালেও ময়দানে ম্যারাথন হয়েছে। আজকের ম্যারাথনের জন্য কিছুটা হলেও যান নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই নিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যারাথন চলাকালীন খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে, রেড রোডের উত্তরমুখী লেন, গার্ডেনরিচ ফ্লাইওভার, সিজিআর রোড এবং বর্ধমান রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এই রাস্তাগুলি মূলত ম্যারাথন রুটের আওতায় পড়ছে তাই গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...