Sunday, December 7, 2025

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

Date:

Share post:

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti Mandhana wedding called off) দিলেন দুজনেই। স্মৃতি জানালেন অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া পোস্ট করে, আর পলাশ বোঝালেন তাঁর কাজকর্মে। আসলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক বিয়ে বাতিলের কথা সমাজ মাধ্যমে জানাতেই পাল্টা হুঁশিয়ারি দিলেন পলাশ। বললেন, তাঁর চরিত্র নিয়ে ভুয়ো খবর, কুৎসা রটানোর ফল ভোগ করতে হবে। আইনি পথে হাঁটার কথাও বলেছেন তিনি। পাশাপাশি ‘মুভ অন’ করার কথাও জানাতে ভোলেননি বলিউড সুরকার।

গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। বলিউডের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটের। কিন্তু বিয়ের দিন দুপুরেই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত বিয়ের স্থগিত করে গোটা পরিবার ছুটে যায় হাসপাতালে। এরপর সমাজ মাধ্যমে একের পর এক খবর আস্তে থাকে যেখানে জানা যায় পলাশ আসলে স্মৃতিকে ঠকাচ্ছিলেন। এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিয়ে বাতিল ঘোষণা করতেই সমাজ মাধ্যমে যাঁরা পলাশের চরিত্র নিয়ে ‘কুৎসা’ রটিয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার হুমকি দিলেন চর্চিত বলিউড সুরকার। অর্থাৎ রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে যাওয়া স্মৃতির (Smriti Mandhana) ‘প্রাক্তন প্রেমিক’ এবার নিজের পদক্ষেপেই চলে এলেন লাইম লাইটে। সোশ্যাল মিডিয়ায় মুভ অনের বার্তা দিয়ে ইনস্টাগ্রাম পলাশ জানিয়েছেন, ‘আমি জীবনে এবার এগিয়ে যেতে চাই। ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে আসছি। লোকে যেভাবে আমার জীবনের সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবু আমি নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছি। বিশ্বাস করি, এই সমাজ মিথ্যা, মুচমুচে গল্পগুলো নিয়ে চর্চা করা থামাতে শিখবে। যাঁরা আমার নামে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে আমার চরিত্রহনন করছে, তাঁদের বিরুদ্ধে আমার টিম ব্যবস্থা নেবে।’ যদিও বিয়ে কেন ভাঙলো তা নিয়ে একটি শব্দও খরচ করেননি বলিউড সেলিব্রেটি। স্মৃতি (SM) অবশ্য তাঁর পোস্টে দুই পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।

 

spot_img

Related articles

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী...

গাড়ির ধাক্কা! কুনো-র নিখোঁজ চিতা শাবকের মর্মান্তিক মৃত্যু

ফের প্রশ্নের মুখে মধ্যপ্রদেশে চিতাপালন। একদিকে নজরদারি, অন্যদিকে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠল গত বছর মার্চ মাসে জন্মানো...