দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে পুজো দিলেন কিং কোহলি,বিশাখাপত্তনম শহর থেকে প্রায় ১০ মাইল দূরে এই মন্দির। সেখানেই যান কোহলি। এই মন্দিরে ম্যাচের আগে পুজো দিতে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ। কোহলির মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।
বর্তমানে বিরাট কোহলি ও রোহিত শর্মা শুধুমাত্র একদিনের ফর্ম্যাটে খেলছেন। ফলে চলতি বছরে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে না দুই মহারথীকে।

আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। আগামী ১১ জানুয়ারি কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হবে বরোদায়। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত এবং কোহলি।ফলে রো-কো জুটি আবার মাঠে নামবে ৩৫ দিন পর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা হয়েছেন বিরাট কোহলি। তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন কোহলি। চলতি বছর ১৩ ইনিংসে ৬৫ গড়ে ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। ১৪ ইনিংসে ৬৫০ রান করে করেছেন রোহিত।

–

–

–

–

–



