Sunday, January 18, 2026

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

Date:

Share post:

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে এলো দেশের সংসদে। লোকসভায় (Loksabha) দাঁড়িয়ে খোদ দেশের সংস্কৃতি দফতরের মন্ত্রী ভুল বলছেন দেশের জাতীয় গান (National song) রচয়িতার নাম। একবার প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে (Bankim Chandra Chattopadhyay) ‘বঙ্কিমদা’ সম্মোধনে বাঙালির প্রতি অবজ্ঞা বুঝিয়ে দিয়েছেন সোমবারের অধিবেশনে। এবার তাঁরই মন্ত্রীর মুখে ভুল নাম ঋষি বঙ্কিমচন্দ্রের।

সংসদে ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা করতে এসে নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’ সম্মোধনে সরব হন সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের সংশোধনীতে নিজের ভুল স্বীকার না করে হেসে বিষয়টাকে হাল্কা করে দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। এরপরে সংসদে বক্তব্য রাখতে গিয়ে মোদির সেই ঔদ্ধত্যকে ধুইয়ে দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। নরেন্দ্র মোদির (Narendra Modi) বাচনভঙ্গিকে কটাক্ষ করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বললেন মনে হল যেন তিনি চায়ের আড্ডায় বসে, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছেন। বাংলা ও বাঙালি এটা ভালো ভাবে নিচ্ছেন না। যেমন মেনে নিচ্ছেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দাও। বা রাজা রামমোহন রায়, যিনি সতীদাহ প্রথা তুলে দিয়েছেন। সেই বিদ্যাসাগর ও রামমোহনের অপমান যেমন মেনে নিচ্ছে না, তেমনই ঋষি বঙ্কিমের অপমানও মেনে নেবে না।

কিন্তু দেশের প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে চরম ভুল করে চরম অপমানিত হওয়ার পরও যে বিজেপির নেতারা শিক্ষা নেননি তা প্রমাণ করে দিলেন সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সংসদে আলোচনা ‘বন্দেমাতরম’ নিয়ে। আলোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রীর নাম। তার পরেও তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটুকু জেনে আসার প্রয়োজন বোধ করেননি! যার ফল স্বরূপ লোকসভায় দাঁড়িয়ে দেশের মন্ত্রী দাবি করলেন, বন্দেমাতরম (Vandemataram) যখন মহান কবি বঙ্কিম দাস চ্যাটার্জি লিখেছিলেন তখন তিনি সেটাকে দুই ভাগে আলাদা আলাদা করে লিখেছিলেন।

আরও পড়ুন : সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

আদতে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সংসদকেও যে বাংলার নির্বাচনে জেতার তাস হিসাবে ব্যবহার করছে কেন্দ্রের মোদি সরকার, সোমবার তা আরও একবার প্রমাণিত। বাঙালির আবেগকে সংসদে ব্যবহারের চেষ্টায় গোটা মন্ত্রিসভাকে দাঁড় করিয়ে দিলেন মোদি। কিন্তু তাতে বিজেপির বাংলা-বিদ্বেষী চেহারাই আরও প্রকাশ্যে চলে এলো।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...