কলকাতায় চোট পেযেছিলেন, অবশেষে কটকে প্রত্যাবর্তন হচ্ছেন শুভমান গিলের(Subhaman gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি একদিনের সিরিজেও খেলতে পারেননি গিল। কিন্তু টি২০ সিরিজে মাঠে নেমে পড়তে প্রস্তুত গিল(Subhaman gill)।
মঙ্গলবার থেকে কটকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। ইতিমধ্যেই ভারতীয় দল কটকে পৌঁছে গিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে গিলকে অভিষেক শর্মার সঙ্গে টিম বাসে বসে থাকতে দেখা গিয়েছে। সেই পোস্টে নেটিজেনরা তাঁকে দলে প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।
কলকাতা টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন গিল। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকরা জানিয়েছিলেন, শুভমান খুব ভালোভাবে রিহ্যাব করেছেন। কয়েক দিন আগেই খেলার বিষয়ে সবুজ সংকেত পেয়েছেন। টি২০ বিশ্বকাপের আগে গিলকে স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়ার শিবিরে।
এদিকে প্রত্যাবর্তন হচ্ছে হার্দিক পাণ্ডিয়ারও। কটকের বরাবাটি স্টেডিয়ামে দলের আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন পাণ্ডিয়া। নেটে ব্যাট করার সময় একের পর এক ছক্কা মারলেন।চোট সারিয়ে ফিরে ছন্দেই রয়েছেন। এর আগে মুস্তাক আলিও খেলেছেন পাণ্ডিয়া।
–
–
–
–
–
