Tuesday, December 30, 2025

নির্বাচন কমিশন কী নাগরিকত্ব বাতিল করতে পারে: প্রশ্ন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশ জুড়ে এসআইআর নিয়ে চলতে থাকা অসন্তোষ ও আশঙ্কার মধ্যে নতুন প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কোনও নাগরিকের নথি দেখে তার নাগরিকত্ব (citizenship) বাতিল করতে পারে? মঙ্গলবারের শুনানিতে এসআইআর-এর (SIR) প্রক্রিয়া নিয়ে প্রশ্নের ভিত্তিতে এই প্রশ্ন তুলল প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর ফের এই নিয়ে আলোচনার সম্ভাবনা।

মঙ্গলবার এই মামলার শুনানিতে সাদন ফরাসাত প্রশ্ন তোলেন, যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এসআইআর চালাচ্ছে তাতে প্রত্যেক নাগরিককে প্রমাণ করতে হচ্ছে নিজেদের নাগরিকত্ব। নাহলে ভোটার তালিকা (voter list) থেকে বাদ যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ১৪০ কোটি ভারতীয়কে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। আইনজীবীর এই তথ্য পেয়েই বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বাগচির প্রশ্ন, কমিশন কী সংবিধানের (constitution) বাইরে কাজ করছে? কমিশনের কি নাগরিকত্ব (citizenship) নির্ধারণের ক্ষমতা রয়েছে? নাগরিকত্বের তথ্য যাচাইয়ের এক্তিয়ার কমিশনের রয়েছে? নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার আদৌ কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

এদিনের শুনানিতে আইনজীবী ফরাসাত প্রশ্ন তোলেন, যে প্রক্রিয়ায় এসআইআর চলছে তাতে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে ভোটারদের। আদতে এই নাগরিকত্ব প্রমাণের দায় কেন্দ্রের সরকারের (Central Government)।

একইভাবে আইনজীবী প্রশান্ত সেন প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনীর জন্য যে পদ্ধতি অবলম্বন করছে, সেই পদ্ধতির সঙ্গে যে লক্ষ্যে তাঁরা পৌঁছাতে চাইছে, তারা আদৌ কোনও সম্পর্ক নেই। আবার আইনজীবী নিজাম পাশা দাবি করেন, নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের সমান্তরাল একটি প্রশাসন চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুন : সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল 

মামলাকারীদের পক্ষে আইনজীবীদের বক্তব্য মঙ্গলবার শোনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলায় একাধিক রাজ্যের এসআইআর (SIR) মামলার একসঙ্গে শুনানি চলছে। পরবর্তী শুনানি বুধবার।

spot_img

Related articles

বছরের শেষ রাতে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা কলকাতা মেট্রোর!

বর্ষশেষ-বর্ষবরণের সন্ধিক্ষণে শহর কলকাতায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা করল...

বলিউড থেকে টলিউড, ২০২৫-এ কোন কোন তারকা দম্পতি বাবা-মা হলেন জানেন?

শেষ হতে চলেছে ২০২৫। চাওয়া- পাওয়ার হিসেব মেলাতে চলতি বছরের বাকি মুহূর্তগুলোতে সাধারণ মানুষ থেকে তারকা সকলের জীবনে...

আজ বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, নেত্রীর নির্দেশের অপেক্ষায় তৃণমূলের নেতা-কর্মীরা 

রাজ্যজুড়ে অপরিকল্পিত এসআইআর (SIR) আবহে কেন্দ্র ও কমিশনকে একযোগে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায়...

মঙ্গলের সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

শেষ হল লড়াই, দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed...